খেলা

টি-২০ বিশ্বকাপের টিকিট ও জার্সি উপহার, আবার ভারতে আসব, বললেন মেসি

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লির হৃদয়ও জয় করলেন লিওনেল মেসি (Lionel Messi)। ভক্তদের ভালবাসায় মুগ্ধ মেসিও প্রতিশ্রুতি দিলেন ফের ভারতে আসার।
সোমবার ছিল মেসির ভারত সফর ‘গোট ট্যুরের’ শেষ দিন। ঘন কুয়াশার কারণে এদিন দিল্লি বিমানবন্দরে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে অবতরণ করেছিল মেসির (Lionel Messi) বিমান। ফলে প্রধানমন্ত্রী নরেন্দের মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সাক্ষাৎও বাতিল হয়। কড়া নিরাপত্তার মধ্যে বিকেল সাড়ে চারটে নাগাদ ফিরোজ শাহ কোটলায় পা রাখেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পল। স্টেডিয়ামে পৌঁছে প্রদর্শনী ম্যাচ খেলা দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন মেসি।

এরপর গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করে গ্যালারিতে একের পর এক বল শট মেরে পাঠান। খুদে একদল ফুটবলারের সঙ্গে কিছুটা সময় বল নিয়ে খেলেনও মেসি-সুয়ারেজ-ডি’পল। এদিনের অনুষ্ঠানের সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মেসিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেওয়া। ১০ নম্বর জার্সির পিছনে ছিল মেসির নাম লেখা। সুয়ারেজ এবং ডি’পলের হাতেও যথাক্রমে ৯ এবং ৭ নম্বর লেখা ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেওয়া হয়। আসন্ন বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ দেখার জন্য মেসিকে আমন্ত্রণও জানানো হয়। এছাড়া মেসিকে একটি ক্রিকেট ব্যাটও উপহার দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। মেসির সঙ্গে পরিচিত হন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহান।

আরও পড়ুন-গঙ্গাসাগর নিয়ে বৈঠক ইজতেমা সফলের নির্দেশ

মিনিট আটেকের এই অনুষ্ঠানের পর, মেসি স্প্যানিশে ছোট্ট করে বক্তব্যও রাখেন। যার ইংরেজি তর্জমা, চারদিনের ভারত সফরে এত ভালবাসা পেয়েছি যে, আমি অভিভূত। এই অসাধারণ সুন্দর অভিজ্ঞতার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভালবাসা হৃদয়ে নিয়েই দেশে ফিরছি। অবশ্যই আমার ফিরে আসব। আশা করি, ভারতে কোনও একদিন ম্যাচও খেলব। নাহলে এমনই কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কিন্তু আবার ভারতে আসবই। সবাইকে অনেক ধন্যবাদ। বক্তব্য শেষ করে, বিকেল পাঁচটা নাগাদ স্টেডিয়াম ছাড়েন মেসি।

এদিকে, দিল্লি থেকেই দেশে ফেরা হচ্ছে না মেসির। এরপর তিনি যাবেন গুজরাতের জামনগরে, মুকেশ আম্বানির নিজস্ব চিড়িয়াখানা ‘বনতারা’-তে। এই বিশেষ প্রকল্প দেখেই দেশে ফিরবেন মেসি। ১৪ বছর আগে ভারতে এসে যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন মেসি। অথচ এবারের ভারত সফরে কোনও ম্যাচ খেললেন না। এর কারণ মেসির বাঁ পায়ে বিমা করানো রয়েছে। এই বিমার মূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭,৪৮৯ কোটি! ওই বিমার চুক্তি অনুযায়ী, ক্লাব বা দেশের হয়ে ছাড়া অন্য কোনও ম্যাচে চোট পেলে, তার চিকিৎসার খরচ বিমা সংস্থা দেবে না। সামনেই বিশ্বকাপ। তাই মেসি ভারত সফরে ফুটবল খেলার জন্য মাঠে নামতে রাজি হননি।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

59 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago