উদ্ধবের হয়ে প্রচার করতে ফের মুম্বই আসব : নেত্রী

এই সরকার স্থিতিশীল নয়, বেশি দিন টিকবে না, খেলা শুরু হয়ে গিয়েছে

Must read

প্রতিবেদন : মুম্বই সফরে গিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফের বললেন, এই সরকার স্থিতিশীল নয়। বেশি দিন টিকবে না। আজ শুক্রবার বিকেলে মুম্বইয়ের মাতশ্রীতে উদ্ধব ঠাকরের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে উদ্ধব ও তাঁর পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে একান্তে বৈঠক করেন। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক শিবসেনা। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, এর আগে গায়ের জোরে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে পার্লামেন্টে তিনটি বিল নিয়ে এসেছে সরকার। এই ধরনের কার্যকলাপ এর আগে কখনও হয়নি। শুধু তাই নয়, মুম্বইয়ে যেভাবে ৪৮টি আসন দখল করেছে বা বলা ভাল ভাঙিয়ে নিয়েছে তারও তীব্র নিন্দা করেছেন নেত্রী। তিনি বলেন, শুধু মুম্বইয়ে নয়, গোটা দেশে এই কাজ করছে বিজেপি।

আরও পড়ুন- ঋণ মকুব-সহ একাধিক দাবি! ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কৃষকদের

এরপরেই উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবারের সঙ্গে নেত্রী তাঁর পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আমি মুম্বইয়ে ফের আসব। নির্বাচনে উদ্ধবজির হয়ে প্রচার করব। এরপরই নেত্রী বলেন, খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা চলবে।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, মুকেশজির আমন্ত্রণে রিসেপশনে যোগ দিতে এখানে এসেছি। সজ্জন জিন্দালও আমাকে যেতে বলেছেন। কিন্তু এই যাত্রায় তাঁর ওখানে যাওয়া সম্ভব হবে না। মুকেশজি, সজ্জনজি এঁরা সকলেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। সজ্জন জিন্দালের দুটি পাওয়ারের প্রজেক্ট চলছে। মাতোশ্রী থেকে বেরিয়ে নেত্রী পৌঁছেছেন এনসিপির শীর্ষ শারদ পাওয়ারের বাসভবনে। তাঁর সঙ্গেও নেত্রীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন ইস্যুতে দু’জনের মধ্যে মতবিনিময় হয়ে থাকে।

Latest article