আমেদাবাদ, ২৭ মে : অধিনায়ক হিসেবে আরও একটা আইপিএলের সামনে হার্দিক পান্ডিয়া। তাঁর দল গুজরাট টাইটান্সের সামনে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। হার্দিক অবশ্য এতকিছু নিয়ে ভাবছেন না। বরং সাফ জানাচ্ছেন, ‘‘রবিবার আমরা নিজেদের সেরাটাই দেব। কী রেজাল্ট হবে, সেটা প্রাসঙ্গিক নয়। তবে সবাই মিলে যদি নিজেদের ১০০ ভাগ উজাড় করে দিতে পারি, তাহলে ফাইনাল ম্যাচটা জমে যাবে।’’
আরও পড়ুন-আজ শুরু ফরাসি ওপেন, রাফাহীন প্যারিসে, জকোভিচে নজর
এটাই হার্দিকের ক্রিকেট দর্শন। গত বছর থেকেই যা বারবার চোখে পড়েছে। গুজরাট অধিনায়ক বরাবরই সতীর্থদের চাপমুক্ত থেকে নিজেদের খেলা উপভোগ করার জন্য উৎসাহিত করেন। টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার একধাপ দূরে দাঁড়িয়েও নিজের দর্শন বদলাতে রাজি নন হার্দিক। বরং ফাইনালের আগে ড্রেসিংরুমের পরিবশে যাতে ফুরফুরে থাকে, তাতেই তিনি বাড়তি জোর দিচ্ছেন।
আরও পড়ুন-অগণতান্ত্রিক অধ্যাদেশ বাতিল করুন, দাবি কেসিআরের
ফাইনালের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে হারিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছিলেন হার্দিকরা। যদিও প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিলেন। হার্দিক বলছেন, ‘‘আইপিএলের ইতিহাসে চেন্নাই অন্যতম সফল দল। এ নিয়ে ১০বার ওরা ফাইনাল খেলছে। চ্যাম্পিয়ন হয়েছে চারবার। তবে আমি সতীর্থদের ফাইনাল নিয়ে বেশি কিছু ভাবতে মানা করেছি। আসল হল, মাঠে নেমে নিজেদের ক্রিকেট উপভোগ করা।’’ একই সঙ্গে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার জন্য সতীর্থদেরই কৃতিত্ব দিচ্ছেন গুজরাট অধিনায়ক। হার্দিকের বক্তব্য, ‘‘আমরা যে এতদূর পৌঁছতে পেরেছি, তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। এই দলের প্রতিটি সদস্য পরিশ্রম করেছে। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।’’
আরও পড়ুন-ফের বিভাজনের নীতির ছায়া শিক্ষাক্ষেত্রে, উর্দু কবি ইকবালের জীবনী বাদ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়
অসাধারণ ফর্মে রয়েছেন গুজরাটের ওপেনার শুভমন গিল। টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি-সহ মোট ৮৫১ রান করেছেন শুভমন। হার্দিক বলছেন, ‘‘শুভমন অসাধারণ ফর্মে। মানসিকভাবেও খুব ভাল জায়গায় রয়েছে। আমরা ওকে খোলামনে ব্যাট করার লাইসেন্স দিয়েছি।’’
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…