লাথি মেরে তাড়াব: রাজ

উত্তরপ্রদেশ এবং বিহার থেকে মহারাষ্ট্রে আসা পরিযায়ী শ্রমিকদের প্রকাশ্য জনসভায় সরাসরি এই হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।

Must read

মুম্বই : হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের লাথি মেরে তাড়িয়ে দেব। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে মহারাষ্ট্রে আসা পরিযায়ী শ্রমিকদের প্রকাশ্য জনসভায় সরাসরি এই হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।

আরও পড়ুন-বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, ফের বুঝবে বহিরাগত দুর্বৃত্তরা

তাঁর সুস্পষ্ট হুঁশিয়ারি, ইউপি এবং বিহারের লোকেদের বোঝা উচিত যে হিন্দিকে আমি ঘৃণা করি না। কিন্তু এটি যদি আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি আপনাদের লাথি মেরে তাড়িয়ে দেব। বৃহন্মুম্বই পুর নির্বাচনকে সামনে রেখে রবিবার শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ জনসভা করেন রাজ। সেখানেই ভাষণ দিতে গিয়ে এই হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই জ্ঞাতিভাইয়ের এই মন্তব্যে কিছুটা অস্বস্তিতে উদ্ধব। এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাণিজ্যনগরীতে। অন্যদিকে বিজেপি-শিন্ডেসেনার ভূমিকা আতঙ্ক ছড়িয়েছে সেরাজ্যের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের মধ্যেও। তাৎপর্যপূর্ণ বিষয়, মহারাষ্ট্রে হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য বিজেপিকেই দায়ী করেছেন ঠাকরে ভাইরা।
লক্ষণীয়, ইতিমধ্যেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাভাষীদেরও উচ্ছেদের ষড়যন্ত্র কোন পর্যায়ে পৌঁছেছে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে রবিবার বিজেপি-শিন্ডেসেনার নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানেই। গেরুয়া মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশিদের চিহ্নিত করতে তাঁরা মুম্বই আইআইটির সাহায্যে একটি এআই-টুল তৈরি করাচ্ছেন। অর্থাৎ পুরনির্বাচনে বাজিমাত করতে উগ্র প্রাদেশিকতার যেন এক অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে। ১৫ জানুয়ারি পুরনির্বাচনকে সামনে রেখে স্পষ্টতই মারাঠি অস্মিতাকে উসকে দিয়েছেন রাজ। উসকে দিয়েছেন উগ্র প্রাদেশিকতাও। পরিযায়ীদের প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেন, তারা সবদিক থেকেই মহারাষ্ট্রে এসে আপনাদের ভাগ কেড়ে নিচ্ছে।

Latest article