প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও ক্লিপকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মধ্যপ্রদেশে। ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে শোনা গিয়েছে, মধ্যপ্রদেশের মন্ত্রী রামখেলওয়ান প্যাটেলের গলা। খাদ্য দফতরের এক কর্তাকে তিনি রীতিমতো শাসাচ্ছেন। খাদ্য দফতরের কর্তাকে মন্ত্রী বলছেন, তাঁর বিধানসভা এলাকায় কোনও ব্যবসায়ী অবৈধ কার্যকলাপে জড়িত থাকলেও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে যেন পদক্ষেপ করার সাহস না দেখান তিনি। এমন কোনও পদক্ষেপ করা হয়েছে শুনতে পেলে তিনি ওই কর্তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেবেন।
আরও পড়ুন-নিষিদ্ধ করা উচিত আরএসএসকেও, মন্তব্য লালুপ্রসাদের
এই অডিও ক্লিপটা সামনে আসতেই যথারীতি সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশাপাশি নেটিজেনরাও রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। সব মহলে মন্ত্রীর এই বেআইনি কাজের কড়া সমালোচনা করে বলা হয়েছে, এটাই বিজেপির সংস্কৃতি। বেআইনি কাজে প্রশ্রয় দেওয়া ও তা আটকানোর চেষ্টা হলে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া। বিজেপির এই সংস্কৃতির হাত থেকে প্রত্যেকের মুক্তি দরকার।
আরও পড়ুন-কাঠের খোসা দিয়ে নজরকাড়া দুর্গা
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের কমবেশি সব রেশন দোকান থেকে সরবরাহ হওয়া পণ্যসামগ্রী নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছেও পৌঁছেছে সেই খবর। রাজ্য সরকারের পদস্থ কর্তারা সম্প্রতি বেশ কয়েকটি দফতরে সারপ্রাইজ ভিজিটেও গিয়েছিলেন। সেই সারপ্রাইজ ভিজিটে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। বুধবার রাতে কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রশাসনের এক শীর্ষকর্তাকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় রাজ্যের মন্ত্রী রামখেলওয়ান প্যাটেল খাদ্য দফতরের কর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শিবরাজ কোনও ব্যবস্থা নেন কিনা সেটাই দেখার। তবে রামখেলওয়ান এর আগেও যখন তখন দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। মন্ত্রীর পদে বসে ফের একই কাজ করায় অস্বস্তিতে পড়ল রাজ্যের বিজেপি সরকার।