বাংলাই গোটা দেশকে পথ দেখায়। ধর্মীয় শৃঙ্খলা-সহিষ্ণুতাও তার ব্যতিক্রম নয়। আর এই বাংলাই যে বিজেপির দেশ জুড়ে সাম্প্রদায়িত শক্তির বিস্তারকে রুখে দেওয়ায় পথ দেখিয়েছে, রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে স্মরণ করিয়ে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। সম্প্রতি রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে বিরোধীরা যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে পা না দেওয়ার বার্তা দেন তিনি।
সোমবার সকালে পবিত্র ইদে রেড রোডে নমাজের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek banerjee)। সেখানেই সাম্প্রদায়িক শক্তির অশান্তি পাকানোর চেষ্টাকে কড়া বার্তা দেন অভিষেক। তিনি সতর্ক করে বলেন, সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আগেরবারও এখানে এসে সতর্ক করেছিলাম তাদের প্ররোচনায় পা দেবেন না।
আরও পড়ুন-ফের ওড়িশা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, মৃত্যু হল বাংলার যুবকের
সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন, বাংলায় যেখানে ১৮টি আসন জিতেছিল বিজেপি সেখানে বাংলাতেই ৬টি আসন আমরা হারিয়ে দিয়েছি। আর এবার আপনারা সবাই দেখেছেন, বাংলায় সবাই যদি একজোট হয়ে না দাঁড়ালে সারাদেশে এদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হত।
বিজেপির ভেদাভেদের রাজনীতিকে সম্প্রীতির পাল্টা বার্তা অভিষেকের। তিনি স্মরণ করিয়ে দেন, যারা মানুষে মানুষের ভেদাভেদের রাজনীতি চালায়, তারা ভুলে যায় যে চাঁদ দেখে ইদ উদযাপন হয়, সেই চাঁদ দেখেই কর্ভাচৌথও হয়।
বাংলায় যারা ভেদাভেদের রাজনীতি করতে এসেছে, তাঁদের কড়া চ্যালেঞ্জ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি স্পষ্ট বার্তা দেন, আজ আপনাদের সবাইকে সাক্ষী রেখে প্রতিশ্রুত দিচ্ছি আমৃত্যু বাংলার অখণ্ডতাকে বজায় রাখার কাজ চালিয়ে যাব। যারা বাংলাকে ভাঙতে আসবে তারা নিজেরাই ভেঙে গুঁড়িয়ে যাবে। এই মাটির শক্তি ওরা জানে না।