জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

Must read

প্রতিবেদন : বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে। শ্রমিকদের উপর অত্যাচার, ভাষা-সন্ত্রাস, সর্বোপরি বাংলার অপমান মানব না। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না। বৃহস্পতিবার মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে ফের একবার গর্জে উঠলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।
নেত্রী বলেন, এসআইআরের নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। এনআরসি করে ভোটারের নাম কাড়ার চেষ্টা। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না। মনে রাখবেন, আমরা ললিপপ বাচ্চাদের দিই। ১৮ বছরের নতুন ভোটারদের ললিপপ দিই না। আমরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রদান করি। তাই আপনাদের জোর জুলুম বাংলা মানছে না, মানবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলা ছাড়েনি, ছাড়বে না।
ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে একহাত নিয়ে দলনেত্রী (mamata banerjee) আরও বলেন, আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। ক্ষমতা বিসর্জন দেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন। গরিব মানুষ আমার হৃদয়, তাঁদের ভালোবাসি। আমি জাত-পাত মানি না। এদিন বামশাসিত কেরলে নেতাজিকে নিয়ে মিথ্যাচারেরও কড়ায়-গণ্ডায় জবাব দেন নেত্রী। তিনি বলেন, কেরলে পড়ানো হচ্ছে নেতাজি ইংরেজদের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। বাম সরকারের রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নেত্রী।

আরও পড়ুন- পাক জঙ্গি সংগঠনের হামলার ছক, বিধানসভা ভোটের আগে বিহার জুড়ে চরম সতর্কতা জারি

Latest article