প্রতিবেদন : কেউ কেউ বাংলাকে অশান্ত করতে চাইছে। আগুন লাগাতে চাইছে। কিন্তু এসব হতে দেব না। বাংলার কৃষ্টি-সংস্কৃতি বজায় রেখেই এলাকায় শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে। শনিবার সোদপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek)। কারও নাম না করেই অভিষেক (Abhishek) বলেন, জনপ্রতিনিধিদের বলব, আপনার যতটা পরিধি রয়েছে সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে অবগত করতে হবে যে, ক্রমাগত মিথ্যে প্রচার চালানো হচ্ছে। সম্প্রতি গায়ের জোরে ওয়াকফ বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। তার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা-সহ গোটা দেশ। কিন্তু এরই মাঝে বিভ্রান্তিমূলক প্রচার, ফেক ভিডিও, ভুল তথ্য সামনে এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কিছু লোক। এতে রাজনৈতিক উসকানি রয়েছে। এর বিরুদ্ধেই গর্জে উঠেছে পুরো তৃণমূল পরিবার।
আরও পড়ুন- চিকিৎসা করতে গিয়ে যেন ঘটি-বাটি বিক্রি করতে না হয় : অভিষেক