আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি যেতে দেব না। সোমবার ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সমাবেশে অঙ্গীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।
শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে চক্রান্ত চলছে। সিপিএম-কে আক্রমণ করে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? আমি অনেক বিষয় জেনেও সিপিএম-এর কারও চাকরি কেড়ে নিইনি। আমি বেঁচে থাকতে কোনও যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না।”
আরও পড়ুন- যোগ্য-অযোগ্য তালিকা সুপ্রিম কোর্ট দিক, আইনি পরমর্শ নিচ্ছি: মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর কথায়,”আমাদের হৃদয় পাথর নয়। জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার। দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না।”
ক্ষোভ প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী জানান,”২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার’। জেনেশুনে কারও চাকরি খাইনি। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি ফেরত দেবে বলেও, দেয়নি বিজেপি সরকার।”