সীমান্তে অত্যাচারিতদের কথা বলব সংসদে : জগদীশ

সীমান্তরক্ষীদের অত্যাচারে অতিষ্ঠ সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা। এতদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ এই মানুষদের কথা ভাবেননি

Must read

সংবাদদাতা, কোচবিহার : সীমান্তরক্ষীদের অত্যাচারে অতিষ্ঠ সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা। এতদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ এই মানুষদের কথা ভাবেননি। কেন্দ্রের বিজেপি সরকার অভিযোগ পেয়েও পাত্তা দেয়নি। এবার সীমান্তের অত্যাচারিত মানুষদের আওয়াজ সংসদে তুলবার কথা দিলেন লোকসভা নির্বাচনে কোচবিহারের জয়ী প্রার্থী জগদীশ বসুনিয়া। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই বললেন তিনি। জগদীশ বসুনিয়া আরও বলেন, তিনি সকলের কাছে কৃতজ্ঞ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানান সাংসদ।

আরও পড়ুন-উত্তরে ভারী, দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি, জারি অস্বস্তি

আগামী দিনে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি উন্নয়নের কাজ করে যাবেন বলে আশ্বাস দেন। এদিন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা জানানো হয়েছে সাংসদকে। কোচবিহার বার অ্যাসোসিয়েশনে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল জেলা সভাপতি আইনজীবী অভিজিৎ দে ভৌমিক ও বার অ্যাসোসিয়েশন সদস্যরা। এদিন সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী উদয়ন গুহকেও। কোচবিহারে নিশীথ প্রামাণিকের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ দিনহাটা ১ ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করেছে, বাড়ি ভাঙচুর করেছে। আমাদের দলের কর্মীদের ভেটাগুড়ি এলাকায় বাজারে ঢুকতে দেওয়া হয়নি। এখন অনেকে তারা দলে আসতে চাইছে। একদল এলে দলের লাভ হবে, আরেক দল এলে তার লাভ হবে কিন্তু দলের লাভ হবে না৷ দিনহাটা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভায় বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।  তিনি বলেন, আমরা জিতেছি মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পে। নিশীথ প্রামাণিক হেরেছে তার কারণ ভোটে জিতে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি। জগদীশ বর্মা বসুনিয়াকে গোটা কোচবিহার জুড়ে সময় দিতে হবে। সীমান্তের মানুষের সমস্যার কথা তুলে ধরতে হবে দিল্লিতে৷

Latest article