মুখ্যমন্ত্রীর দেখানো পথে কাজ করব : সাগরিকা

এই কথা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন ঠিক সেই একই কথা এ দিন শোনা গেল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের গলায়।

Must read

প্রতিবেদন : একতাই তৃণমূলের শক্তি। এই কথা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন ঠিক সেই একই কথা এ দিন শোনা গেল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের গলায়। দলনেত্রী বারবার বলেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। পদ নির্বিশেষে সকলের সঙ্গে মিশে গিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার বার্তা সব সময় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথাই এদিন অক্ষরে অক্ষরে মেনে নিয়ে দলের জন্য আত্মত্যাগের কথা বললেন রাজ্যসভার এই সাংসদ।

আরও পড়ুন-জেলাস্তরের কর্মীদের কাছে সভার বার্তা পৌঁছে দিন : সুব্রত বক্সি

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনের দিকনির্দেশ ঠিক করে দেওয়া থেকে কীভাবে ঘরে বসে না থেকে একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে হবে সে বিষয়েও বার্তা দেন দলনেত্রী। তাঁর বার্তাকে পাথেয় করেই আগামী দিনে এগিয়ে যেতে চায় দলের কর্মীরা। এদিন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, এত বড় মিটিং আগে কখনও দেখিনি। একতা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় শক্তি। বাংলার মানুষের কণ্ঠস্বর হয়েই আমরা সংসদে যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। কথা দিচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে মানুষের হয়ে কাজ করে যাব।

Latest article