স্মিথ কেন সহ-অধিনায়ক

ক্রিকেট অস্ট্রেলিয়াকে এক হাত চ্যাপেলের

Must read

মেলবোর্ন : তিন বছর আগে বল বিকৃতিকাণ্ডে জড়িয়ে দু’বছরের জন্য অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন। ক্রিকেট থেকেও এক বছর নির্বাসিত হয়েছিলেন। সেই স্টিভ স্মিথকে টেস্ট দলের লিডারশিপ গ্রুপে ফিরিয়ে এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ৩২ বছরের স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত মানতে পারছেন না প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল।

আরও পড়ুন-সাদা বলের নেতৃত্বে আগ্রহী নন কামিন্স

দেশের ক্রিকেট বোর্ডকে একহাত নিয়ে তিনি বলেছেন, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়া অপরাধী দু’জন ক্রিকেটারের সঙ্গে দু’রকম বিচার করছে। কেপটাউনের বল বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার দু’জনেই জড়িয়েছে। প্রতারণার দায়ে দু’জনেই শাস্তি পেয়েছে। কিন্তু একজনকে দলের সহ-অধিনায়ক করে লিডারশিপ গ্রুপে ফেরানো হল। আর একজনকে ভবিষ্যতে কখনও নেতৃত্বভার দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এটা কী ধরনের বিচার!’’
এর পর চ্যাপেলের সংযোজন, ‘‘ওয়ার্নারের থেকে স্মিথের অপরাধ অনেক বড়। তার পরেও কীভাবে দু’জনের প্রতি দু’রকম আচরণ করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া? প্রতারণা যে প্রতারণাই হয়। বড় প্রতারণা বা ছোট প্রতারণা হিসাবে দেখা উচিত নয়।’’

Latest article