ঝাড়গ্রাম থেকে আইএএস শুভঙ্কর বালা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : সর্বভারতীয় আইএএস পরীক্ষায় বিশেষ স্থান দখল করলেন ঝাড়গ্রামের ছেলে, শুভঙ্কর বালা। বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায়। শুভঙ্কর এবার সর্বভারতীয় আইএএস পরীক্ষায় দেশের মধ্যে ৭৯তম স্থান দখল করেছেন। সম্ভবত গত পঞ্চাশ বছর পর দেশের আইএএস পরীক্ষায় ঝাড়গ্রামের জঙ্গলমহল থেকে কেউ এই সাফল্য পেল।

আরও পড়ুন-শক্তি বাড়াচ্ছে গুলাব, আছড়ে পড়বে ওড়িশা- অন্ধ্র উপকূলে

ছোট থেকেই পড়াশোনায় ভাল শুভঙ্কর। বাবা রাজনারায়ণ বালা হোমিওপ্যাথি চিকিৎসক। তিন ভাইবোনের মধ্যে শুভঙ্কর সবার ছোট। শুভঙ্করদের গ্রামের বাড়ি গোপীবল্লভপুরের সাসড়া গ্রামে। সেখানেই তাঁর প্রাথমিক পাঠ। এরপর ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। মাধ্যমিকে তখন পশ্চিম মেদিনীপুর জেলায় দ্বিতীয় হয়েছিলেন। উচ্চমাধ্যমিকে ৯০.৪ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন। এরপর তেলেঙ্গানার এনআইটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে বি- টেক করেন ২০১৭ সালে। ওই বছরই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে দু’বছর বেঙ্গালুরুতে চাকরি করেন। অফিসের কাজ থেকে ফিরে চলত পড়াশুনা। এরপর প্রিলিমিনারি পরীক্ষায় আসে সাফল্য। চাকরি ছেড়ে দিল্লি চলে আসেন শুভঙ্কর। শুরু হয় জোর পড়াশুনা। আসে চূড়ান্ত সাফল্য। শুভঙ্কর বলেন, ‘‘এরপর সরকারি চাকরিতে ঢুকে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।’’

Latest article