দুবাই, ১৯ ডিসেম্বর : শেষ পর্যন্ত চাপের মুখে নতিস্বীকার পাকিস্তানের। আগামী বছরে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল আইসিসি (ICC)। অর্থাৎ টুর্নামেন্ট পাকিস্তানে হলেও, ভারত নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেনুতে। তবে পাক বোর্ডের পাল্টা শর্ত অনুযায়ী, আগামী তিন বছরে ভারতের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট হলে, পাকিস্তান নিজেদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ ভেনুতে।
আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারতীয় বোর্ড অনেক আগেই জানিয়ে দিয়েছিল, রোহিত শর্মারা পাকিস্তানে গিয়ে খেলবেন না। তাই ভারতের ম্যাচ দিতে হবে নিরপেক্ষ দেশে। শুরুতে এই হাইব্রিড মডেল মানতে রাজি ছিল না পিসিবি। এদিন আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে যে সব আইসিসি টুর্নামেন্ট হবে, সেই প্রতিটি টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানে টুর্নামেন্ট হলে ভারত যেমন নিরপেক্ষ দেশে নিজেদের ম্যাচ খেলবে। তেমন ভারত টুর্নামেন্টের আয়োজন করলে, পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেনুতে।
আরও পড়ুন- মেলবোর্নে পৌঁছল ভারত, মেজাজ হারালেন বিরাট
এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে ভারতের মাটিতে আয়োজিত মেয়েদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালের ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত ছেলেদের টি-২০ বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলে। আইসিসি (ICC) আরও জানিয়েছে, ২০২৮ সালে পাকিস্তানের মাটিতে হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও এই নিয়ম চালু থাকবে। তবে আয়োজন নিয়ে সমস্যা মিটলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষণা করা হয়নি। আইসিসি জানিয়েছে, খুব দ্রুতই সূচি ঘোষণা করা হবে।
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…