দুবাই, ১২ এপ্রিল : একদিনের ক্রিকেটে দুই প্রান্ত থেকে দু’টি নতুন বলের ব্যবহারের নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন শচীন তেন্ডুলকর। বেশ কিছুদিন আগে ভারতীয় কিংবদন্তি প্রথম এই নিয়মের সমালোচনা করার পর তাঁকে সমর্থন করেছিলেন বাকিরাও। উদ্দেশ্য, পেস বোলাররা যাতে পুরনো বলে রিভার্স সুইং পায়। আসলে ৫০ ওভারের ফরম্যাটে ব্যাটে-বলে ভারসাম্য রাখার দাবি জানিয়েছিলেন শচীনরা। আইসিসি সম্ভবত নিয়ম বদলাতে চলেছে।
আরও পড়ুন-রাহানেকে শাহরুখ, তুমি আদর্শ নেতা নারিন, বরুণের সামনে শ্রেয়স
আইসিসি ক্রিকেট কমিটি ওয়ান ডে-তে বল ব্যবহারের ক্ষেত্রে বর্তমান নিয়মে পরিবর্তন আনার সুপারিশ করেছে। এখন ম্যাচে দু’প্রান্ত থেকে দু’টি নতুন বল ব্যবহার করা হয়। এবার ক্রিকেট কমিটির পরামর্শ, দলগুলিকে ২৫তম ওভার থেকে একটি বল বেছে নেওয়ার বিকল্প সুযোগ দেওয়ার। এতে রিভার্স সুইংয়ের শিল্পকে ফিরিয়ে আনা যাবে। যেখানে দু’টি নতুন বলের উজ্জ্বলতার কারণে ফাস্ট বোলারদের রিভার্স সুইং করানো কার্যত সম্ভব হয় না। জিম্বাবোয়েতে চলছে আইসিসি বোর্ড মিটিং। টেস্ট ম্যাচে ওভার রেট সামাল দেওয়ার জন্য ঘড়ি চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে জানা গিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেয়াদে কার্যকর হচ্ছে না। এই ব্যাপারে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে আইসিসি। চলতি বোর্ড মিটিংয়ে দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা নেই। ২০২৭-২০২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে আসতে পারে নতুন নিয়ম। এদিকে ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টি-২০ ফরম্যাটে করার প্রস্তাব এসেছে।