খেলা

আজই সূচি, ইডেনে বিশ্বকাপ সেমিফাইনাল

মুম্বই, ২৬ জুন : শেষ পর্যন্ত বরফ গলল। আসন্ন আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে খেলতে রাজি পাক ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। বিসিসিআই সূত্রের খবর, শুধু আমেদাবাদ নয়, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে ভেনু সোয়াপ নিয়ে যে দাবি পিসিবি জানিয়েছিল আইসিসি-র কাছে, সেখান থেকেও নাকি সরে এসেছে তারা। এদিকে, যা খবর তাতে কলকাতা ও মুম্বইয়ে বিশ্বকাপের দু’টি সেমিফাইনাল হবে। যা আগে হওয়ার কথা ছিল বেঙ্গালুরু ও চেন্নাইতে। কিন্তু শেষ বৈঠকে ভেনু বদল ঘটেছে। ফাইনাল যথারীতি হবে আমেদাবাদেই। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি। মুম্বইয়ে সূচি প্রকাশ অনুষ্ঠান হবে সকাল সাড়ে ১১টায়। এছাড়া বিশ্বকাপের ট্রফির আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে সোমবারই।

ভারতীয় বোর্ডের এক সিনিয়র কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘মঙ্গলবার বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচি প্রকাশ করা হবে। এটা আইসিসি প্রতিযোগিতা। তাই পাকিস্তান পরিকল্পিত সূচিতেই সম্মতি দিয়েছে। সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।’’ পাক বোর্ডের আপত্তি সত্ত্বেও ভারত ও পাকিস্তানের মধ্যে ব্লকব্লাস্টার ম্যাচ আমেদাবাদেই অনুষ্ঠিত হবে। পাকিস্তান চেয়েছিল ম্যাচটি চেন্নাই, বেঙ্গালুরু অথবা কলকাতায় খেলতে। কিন্তু পিসিবি রাজনৈতিক কারণ তুলে ধরায় বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারত তাদের অনুরোধ খারিজ করে দেয়। আইসিসি-ও আমেদাবাদের বাইরে ভারত-পাকিস্তানের মতো মেগা ম্যাচ আয়োজন করতে চায়নি। কারণ, ১ লক্ষ ৩০ হাজার দর্শকাসনের স্টেডিয়াম ফুলহাউস থাকলে কোষাগার ভরবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থারও। সিনিয়র বোর্ড কর্তা বলেছেন, ‘‘পাকিস্তান অনুরোধ করেছিল আমেদাবাদ থেকে ম্যাচ সরিয়ে নিতে। কিন্তু ভারত-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল ম্যাচের জন্য আমেদাবাদের বিশাল স্টেডিয়ামই যোগ্য। তাছাড়া বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ম্যাচের ভেনু চূড়ান্ত করার অধিকার একমাত্র আমাদেরই আছে।’’

আরও পড়ুন- ডাবলস খেতাব সুতীর্থা-ঐহিকার

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

9 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

14 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

23 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

59 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 hours ago