খেলা

ইডেন দেখে সন্তুষ্ট আইসিসি প্রতিনিধিরা

প্রতিবেদন : বিশ্বকাপের জন্য ইডেন কতটা প্রস্তুত, তা সরেজমিনে খতিয়ে দেখল আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল। ইডেনে (Eden Gardens) এবার বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে। এর মধ্যে ৫ নভেম্বর হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। শনিবার সবকিছু দেখে গেল ২১ জনের প্রতিনিধি দল।
বিশ্বকাপ উপলক্ষে সাজানো হয়েছে ইডেনকে (Eden Gardens)। মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, প্রেস বক্স, মিডিয়া সেন্টার, হসপিট্যালিটি ও কর্পোরেট বক্স, সব কিছুরই আধুনিকীকরণ হয়েছে। এদিন ইডেনে এসে সবকিছু দেখেছেন প্রতিনিধিরা। বৈঠক করেছেন সিএবি কর্তাদের সঙ্গে। সব দেখেশুনে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
পরে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, আইসিসি প্রতিনিধি দল সব দেখেশুনে সন্তুষ্ট। তাঁরা মাঠের প্রতিটি প্রান্ত খতিয়ে দেখেছেন। নতুন প্লেয়ার্স ড্রেসিংরুম, হসপিট্যালিটি বক্স, কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার ও প্রেস বক্সের প্রশংসা করেছেন। যেটুকু কাজ বাকি আছে তা শেষ করার সময়সীমা সেপ্টেম্বর। সিএবি সভাপতি নিশ্চিত, তার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আগামি মাসে দ্বিতীয়বার পরিদর্শনে আসবে এই দল।

আরও পড়ুন- হার্দিকদের সমতা ফেরানোর লড়াই, গায়েনায় আজ দ্বিতীয় টি-২০

২৫ জুলাই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম দিয়ে আইসিসির ভেনু পরিদর্শন শুরু হয়েছিল। এবার বিশ্বকাপের জন্য ১২টি ভেনুকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে তিরুবনন্তপূরম ও গুয়াহাটিতে হবে প্রস্তুতি ম্যাচ। বাকি দশটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। ইডেনে প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে। তার আগেই ইডেনে প্রধান স্কোরবোর্ডের চেহারা বদলে যাবে। মাঠে বসবে দ্বিতীয় স্কোরবোর্ডও।
এদিকে, ইডেনে ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ নিয়ে কিঞ্চিৎ জটিলতার সৃষ্টি হয়েছে। সেদিন কালীপুজো। ফলে এমনিতেই শহরে সেদিন মানুষের ঢল নামবে। রাস্তায় ভিড় হবে। এর মধ্যে ইডেনে খেলা হলে নিরাপত্তার বিষয়টি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুলিশের। তাদের আপত্তিতে ম্যাচের দিন বদলের জন্য সিএবির পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, আমেদাবাদে ১৫ অক্টোবর নবরাত্রির জন্য ভারত-পাক ম্যাচ এগিয়ে আনা হয়েছে ১৪ অক্টোবরে। এ ছাড়া হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিনও দু’দিন এগিয়ে আনা হয়েছে। ইডেনের ক্ষেত্রে কী হয় সেটাই দেখার।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

20 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

24 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

33 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

38 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

47 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago