প্রতিবেদন : নতুন সাজে সেজে উঠছে ক্লাবহাউস। একতলার চেহারা আমূল বদলে গিয়েছে এখনই। গোটা ইডেন চত্বরই বদলাচ্ছে। উপলক্ষ বিশ্বকাপ। যার আনুষ্ঠানিক ঢাকে কাঠি পড়াটুকু বাকি ছিল। হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়। ইডেনের (Eden Trophy) আকাশে তুমুল বাজি প্রদর্শনীর মধ্যে মঞ্চের নিচ থেকে উঠে এল আইসিসি ট্রফি।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্টেজে উঠে আসতেই এল সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত। মঞ্চের নিচ থেকে উঠে এল ২০২৩ আইসিসি ট্রফি। মুহূর্তে রাংতার পাপড়ি ছড়িয়ে পড়ল অনুষ্ঠান মঞ্চ থেকে শুরু করে সাইট স্ক্রিনের সামনের লবির সর্বত্র। দূরের সবুজ ঘাসের উপর আলোর ছটা তখন কমে এসেছে। কিন্তু সেটা কয়েকদিনের জন্য। কাপ যুদ্ধ শুরু হলে ইডেন ফিরবে স্বমেজাজে।
মঞ্চের দু’পাশে দুটি পর্দা রাখা হয়েছিল শুক্রবার। তাতে ১৯৭৫ থেকে শুরু করে ২০১৯, পরপর বিশ্বকাপ জয়ের মুহূর্ত ধরা পড়ল। মঞ্চের নিচে বসে তখন সেটাই দেখলেন ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামী, দোলা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, অভিষেক ডালমিয়া-সহ অনেকে। অতঃপর সিএবি ও ভারতীয় দলকে পর্দায় শুভেচ্ছা জানালেন বাইচুং ভুটিয়া, গুরবক্স সিং, মেহুলি ঘোষ, সুতীর্থা চক্রবর্তী-সহ অনেকে।
আক্ষরিক অর্থেই যেন সব খেলার মেলবন্ধন ঘটল ইডেনে (Eden Trophy) এদিনের বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে। ভেস পেজ থেকে শুরু করে সুনীল ছেত্রী, সাবির আলি, সুব্রত ভট্টাচার্য, বুলা চৌধুরীর মতো অন্য খেলার তারকাদের মুখও ভেসে উঠল পর্দায়। তার আগে, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তা। তাতে তিনি লিখেছেন, আমি খুশি যে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী করছে সিএবি। আমি সিএবির সমস্ত সদস্যকে এজন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় ক্রিকেট দলকেও। ক্রীড়ামন্ত্রী এরপর মুখ্যমন্ত্রীর এই লিখিত বার্তা সিএবি সভাপতির হাতে তুলে দেন। লন্ডন থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বাইরে থাকায় এই অনুষ্ঠানে নেই। তবে সিএবি ভাল প্রস্তুতি নিয়েছে। আমি চাই আবার ট্রফি আসুক।
পর্দায় মহম্মদ শামির অনুপস্থিতি চোখে পড়েছে। যা নিয়ে স্নেহাশিস বললেন, তাহলে এটা ভুল। তবে আমরা যতটা সম্ভব ভাল করার চেষ্টা করেছি। অনুষ্ঠানের পর লিয়েন্ডার সাংবাদিকদের বললেন, এই ইডেনে অনেক ম্যাচ দেখেছি। এটা আমার শহর। ইডেনে এলে ভাল লাগে। পর্দায় বাবার ছবি দেখেও ভাল লাগল। পাশে বসা ঝুলনও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, ট্রফির অনুষ্ঠানে এসে দারুণ লেগেছে।
আরও পড়ুন- আট গোল দিয়ে ফাইনালে ভারত
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…