দুবাই: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তার আগে বুধবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে উন্মোচিত হল বিশ্বকাপ ট্রফি। আর সেখানে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চাপ থাকবেই। সেই চাপ সামলে ক্রিকেটারদের সেরাটা দিতে হবে।
শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। হরমনপ্রীত বলেন, ‘‘চাপ থাকবেই। বিশেষ করে যখন ম্যাচ চলাকালীন পরিস্থিতি আপনার প্রতিকূল হবে। কিন্তু সেই চাপ সামলেই নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট খোলামেলা। নতুনদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে কোচ এবং সিনিয়ররা খেয়াল রাখে।’’ হরমনপ্রীত আরও যোগ করেছেন, ‘‘প্রতিদিনই কিছু না কিছু শেখার সুযোগ আসে। আমি খুশি যে, আমরা একটা দল হিসাবে প্রতিদিনই শিখছি এবং উন্নতি করছি।’’
আরও পড়ুন- ভার্চুয়ালে জেলায় জেলায় ৪০০ পুজোর উদ্বোধন
এদিকে, ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার বক্তব্য, ‘‘বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। মাঠে নেমে আপনাকে নিজের সেরাটাই দিতে হবে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাই জেতার জন্য ১০০ শতাংশ দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়া দুর্দান্ত দল। ওদের বিরুদ্ধে কিছুতেই ভুল করা চলবে না। বরং ওদের হারাতে হলে নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। অস্ট্রেলীয়দের বিরুদ্ধে ম্যাচ মানেই বাড়তি উত্তজেনা। ওদের হারাতে পারলে বাড়তি তৃপ্তি পাই।’’
রবিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই স্মৃতিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তিনি বলছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ মানে শত্রুতা নয়, আবেগের লড়াই। এমনটা নয় যে, আমরা ওদের সঙ্গে কথা বলি না। আসলে দুই দেশের মানুষের আবেগ এই ম্যাচের সঙ্গে এতটাই জড়িয়ে থাকে যে, পরিস্থিতি উত্তেজক করে তোলে।’’