প্রতিবেদন : এবার থেকে আইসিডিএস (ICDS center) কেন্দ্রগুলিকেও প্রাথমিক স্কুলের আদলে গড়ে তোলার উদ্যোগ নিল সংশ্লিষ্ট দফতর। সেই কারণে এখন থেকে আইসিডিএস কেন্দ্রে অত্যাধুনিক কড়াই, খুন্তির পাশাপাশি থাকবে চেয়ার, টেবিল, ফোল্ডিং ব্ল্যাকবোর্ডও। অর্থ দফতর এই কারণে বরাদ্দ করেছে ৯৫ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই সব জেলার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গিয়েছে। এদিকে টাকা পাওয়ামাত্রই আইসিডিএস কেন্দ্রগুলিও প্রয়োজনীয় সামগ্রী কেনার তোড়জোড় শুরু করেছে। নারী ও শিশু সুরক্ষার বিষয়ে প্রথম থেকেই বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী শিশুদের পুষ্টি নিয়েও বারবার সংশ্লিষ্ট দফতরকে সজাগ হওয়ার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। মিড ডে মিলের ক্ষেত্রে কেন্দ্র তাদের যতটা টাকা দেওয়ার তা পরিমাণ মতো দেয় না, বঞ্চনা করে রাজ্যকে। কিন্তু পড়ুয়াদের পুষ্টিতে যাতে কোনও ঘাটতি না হয় সেক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে রাজ্য। সুস্বাস্থ্যের কথা ভেবে প্রসূতি ও গর্ভবতী মহিলাদের খাবারের গুণগতমান বজায় রাখার জন্য খাবার পরীক্ষা করার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অনেক আইসিডিএস কেন্দ্রেই দেখা যায় পড়ুয়ার ঘাটতি রয়েছে। তাই সেই কারণে প্রাথমিক স্কুলের আদলে এই আইসিডিএস কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে নারী ও শিশুকল্যাণ দফতর। ২৩টি জেলায় যে ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি আইসিডিএস (ICDS center) কেন্দ্র রয়েছে সেখানে প্রত্যেকটিতে পড়ুয়াদের জন্য প্লাস্টিকের মাদুর, উপযুক্ত টেবিল-চেয়ার, রান্নার জন্য উন্নতমানের অ্যালুমিনিয়ামের কড়াই-মগ-বালতি-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পড়াশোনার জন্য ডিসপ্লে বোর্ড, ফোল্ডিং ব্ল্যাকবোর্ড কিনতে হবে। নারী ও শিশু কল্যাণ দফতরের এই উদ্যোগে পড়ুয়ার সংখ্যা বাড়বে বলে আশাবাদী।
আরও পড়ুন- সেমিনার রুমেই ধর্ষণ-খুন, স্পষ্ট বিচারকের দেওয়া রায়ে
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…