সোমবার উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইন (আইএমবিএল) পার করে ভারতীয় সীমায় দুটি বাংলাদেশের (Bangladesh) নৌকা দেখতে পান। নৌকা দুটির গতিবিধি সন্দেহজনক মনে হতেই নৌকা দুটিকে ধাওয়া করে উপকূল রক্ষী বাহিনী। আইসিজি (ICG) অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় নৌকা দুটিকে আটক করে। ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে নৌকা দুটি বাংলাদেশের। আটক করে দুটি নৌকাকে পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়। বিনা অনুমতিতে কেন তারা এভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-ভারতের সবচেয়ে মোটা অঙ্কের লোন এবার নিতে চলেছেন মুকেশ আম্বানি
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তাদের মন্তব্য প্রকাশ্যে আসছে। এই অবস্থায় ভারতের জলসীমায় প্রতিনিয়ত সজাগ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের জলসীমাকে সুরক্ষিত রাখতে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা বেশ সতর্ক। বিনা অনুমতিতে ভারতের জলসীমায় ঢুকলেই দ্রুত পদক্ষেপে গ্রহণ করছে তাঁরা। ওই ৭৮ জন শুধু মাছ ধরার উদ্দেশ্যে ভারতের জলসীমায় ঢুকেছিল না অন্য কোন কারণ আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের: মুখ্যমন্ত্রী
ভারতের জলসীমা সুরক্ষিত রাখতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) ভিনদেশের কোনও নৌকা বা অন্য কিছু বিনা অনুমতিতে ভারতের জলসীমায় প্রবেশ করতে দিচ্ছে না। এদিন জলসীমায় নজরদারি করার সময় সন্দেহজনক কাজের জন্যই বাংলাদেশের দুটি নৌকাকে আটক করে আইসিজি। বিনা অনুমতিতে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল তারা। নৌকা দুটিতে ছিলেন ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। সূত্রের খবর ভারতীয় জলসীমায় মাছ ধরছিল তারা। কিন্তু নেপথ্যে অন্য কোন কারণ ছিল কিনা সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ।