আগামিকাল রবিবার, ফলপ্রকাশ ICSE-ISC-র। শনিবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুর ৩টেয় ফল প্রকাশ করা হবে। গতকাল শুক্রবারই CBSE-র দশম ও দ্বাদশের ফল প্রকাশ হয়েছে।
ফল সংক্রান্ত কোনও তথ্য জানতে-
• সিআইএসসিই-র হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ -তে যোগাযোগ করা যাবে।
• helpdesk@cisce.org-তে ইমেল করা যাবে।
সিআইএসসিই-র ওয়েবসাইটের পাশাপাশি ‘কেরিয়ার্স’ পোর্টাল থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
• পোর্টালে লগ ইনের পরে ‘এগজামিনেশন’ অপশনে ক্লিক করতে হবে।
• এরপর মেনু বারে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
• আইএসসি-র ফল জানতে ‘আইএসসি’-তে ক্লিক করতে হবে।
• ‘রিপোর্টস’ অপশনে ক্লিক করতে হবে ফল জানার জন্য।
• এরপর ‘রেজাল্ট ট্যাবুলেশন’ অপশনে ক্লিক করতে হবে।
চলতি বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাশুরু হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।
দশম শ্রেণির ফল জানতে হলে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
দ্বাদশ শ্রেণির ফল জানতে আইএসসি-র (ICSE-ISC) অপশনে ক্লিক করতে হবে।
এরপরে ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ ও ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে।
আরও পড়ুন: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু, সাফ জানালেন মুখ্যমন্ত্রী