সংবাদদাতা, শিলিগুড়ি : স্কিম ব্যাঙ্ক করে শহরের পরিকল্পনা নিচ্ছে পুরসভা। সোমবার শিলিগুড়ি পুরসভায় মেয়র পরিষদদের নিয়ে বৈঠক শেষে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। এই বৈঠকে শহরের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র জানান, এই স্কিম ব্যাঙ্কে বিভিন্ন ধরনের প্রকল্প থাকবে। এক জায়গায় সমস্ত প্রকল্প থাকলে দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে সুবিধা হবে।
আরও পড়ুন-বিদ্যালয় পরিদর্শন করবেন বিচারপতি
মেয়র বলেন, শিলিগুড়ি শহরে দুটি পলি ক্লিনিক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাতৃসদনের কাছে ও অন্যটি টিবি হাসপাতালে উপরে তৈরি করা হবে। এছাড়াও পুরসভায় একটি মোবাইল ভ্যান কেনারও পরিকল্পনা নিয়েছে। মোবাইল ভ্যান থাকলে কোনও গাড়ি কোথাও খারাপ হলে সেটিকে দ্রুত সরিয়ে আনা যাবে। এছাড়াও ৪ নম্বর বরোর অন্তর্গত একটি গেস্ট হাউস করার পরিকল্পনাও নিয়েছেন মেয়র। তবে শিলিগুড়ি শহরকে সাজিয়ে তুলতে এবার এলইডি লাইট ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি।