প্রতিবেদন : অক্সফোর্ডে (Oxford University) মুখ্যমন্ত্রীর সভায় যে ৬ পিস রাম-বাম হইচই বাধাতে গিয়ে জনতার ঘাড়ধাক্কা খেয়েছে তাদের মাথা হল সুচিন্তন দাস। সুচিন্তন রবীন্দ্রভারতীর ইতিহাসের অধ্যাপক সুস্নাত দাসের ছেলে। সুস্নাত দাস রাজ্যপাল নিযুক্ত অধ্যাপকের আমলে ডিন হয়েছেন। সুস্নাত কয়েকদিন আগেই বঙ্গীয় সাহিত্য পরিষদের নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূল সমর্থকদের প্যানেলের কাছে গোহারা হেরে যান। আরও দু’জনকে পাওয়া গিয়েছে, যারা এসএফআইয়ের সক্রিয় সদস্য। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই ‘অসভ্য’দের বলেছিলেন, তোমাদের কোনও নেতা কোথাও যাওয়ার পর এরকম হলে সামলাতে পারবে তো? এখানে এসব না করে দলগুলিকে শক্তিশালী করতে বলো। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ো। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই কার্যত নাম না করে স্পষ্ট করেন, এই ৬ পিসের রাজনৈতিক পরিচিতি। এসএফআই পোস্ট করা সেই পরিচিতিকেই মান্যতা দিল।