গঙ্গাসাগরে এবার পরিচয়পত্র ও রিস্ট ব্যান্ড, দায়িত্বে সাত মন্ত্রী

নবান্ন সূত্রে খবর, মেলা চলাকালীন প্রশাসনিক সমন্বয়, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

Must read

প্রতিবেদন : এবার কুম্ভ নেই। তাই গঙ্গাসাগর মেলায় এবার রেকর্ড ভিড় হতে পারে বলে আশঙ্কা। তাই সম্ভাব্য জনপ্লাবন নিয়ন্ত্রণে এবার পরিচয়পত্র ছাড়াও পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড দেওয়া হবে। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মেলা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও ভিআইপি কালচার চলবে না। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই প্রশাসনের প্রথম লক্ষ্য।

আরও পড়ুন-দিনের কবিতা

মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক মন্ত্রীকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মেলা চলাকালীন গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে দায়িত্ব সামলাবেন বেচারাম মান্না, পুলক রায়, সুজিত বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী এবং মানস ভুঁইয়া। কলকাতা থেকে মেলা পরিচালনার দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। মঙ্গলবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব বণ্টন করেন বলে জানা গিয়েছে। বৈঠকে ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাতায়াত ও জরুরি পরিষেবার উপর বিশেষ জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, পুণ্যার্থীদের চলাচল ও স্নানপর্ব যাতে সুশৃঙ্খল ভাবে হয়, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনও বিশেষ সুবিধা বা আলাদা ব্যবস্থার মাধ্যমে ভিআইপি সংস্কৃতি তৈরি করা যাবে না বলেও তিনি নির্দেশ দেন।

আরও পড়ুন-ইউপিআই প্রতারণা, অভিষেকের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই কেন্দ্রের

একই সঙ্গে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তোলেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীরা কেন বারবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জলসীমায় চলে যাচ্ছেন, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এই বিষয়টি নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
নবান্ন সূত্রে খবর, মেলা চলাকালীন প্রশাসনিক সমন্বয়, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করা হবে। গঙ্গাসাগর মেলা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।

Latest article