সংবাদদাতা, জলপাইগুড়ি: প্রতিমার রঙ এবং অন্য উপকরণ নদী-জলাশয়ের দূষণ ঘটায়। তা রুখতে রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত কয়েক বছর ধরেই নানা উদ্যোগ নিয়েছে। তারই একটি জলের তোড়ে প্রতিমা গলিয়ে ফেলা। দমকলমন্ত্রীর উদ্যোগে এই প্রথম অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে প্রতিমা বিসর্জন সাফল্যের সঙ্গে সম্পন্ন হল জলপাইগুড়িতে। জেলার বড় প্রতিমার মধ্যে মুহুরিপাড়া সার্বজনীনের প্রতিমা অন্যতম। এতবড় মূর্তি ঘাটে নিয়ে যাওয়াটাও বেশ হ্যাপার। এদিকে আইনি প্রক্রিয়া ছাড়া দমকলের মাধ্যমে এই কাজটি সার্থক করাও সহজ ছিল না বলে কমিটির সম্পাদক উত্তম বসু জানালেন। শেষে মন্ত্রী সুজিত বসুর উদ্যোগেই কাজ হয়েছে। জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও উদ্যোগ নিয়েছিলেন। দমকলের সহায়তায় রবিবার মুহুরিপাড়া সার্বজনীনের প্রতিমাকে জলের সাহায্যে বিসর্জন করা হল।
আরও পড়ুন: দুর্যোগের ভ্রুকুটি: দিঘা, সুন্দরবনে কড়া সতর্কবার্তা