প্রতিবেদন : বাংলার বর্তমান কোচিং স্টাফেই আস্থা রাখছে সিএবি। অরুণ লালের প্রশিক্ষণাধীন বাংলা দল এবারের রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্স করছে। শেষবার রঞ্জি ফাইনালও খেলেছিল বাংলা। এবারও এলিট গ্রুপে শীর্ষে থেকে নক-আউটে গিয়েছে দল। তাই ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের পারফরম্যান্সেও সন্তুষ্ট সিএবি (CAB)। কিন্তু মরশুম শেষ না হলেও আগামীর ভাবনাও শুরু করেছেন কর্তারা। তবে এখনই তা নিয়ে সব কিছু সামনে আনতে চান না তাঁরা।
সিএবি সূত্রে খবর, আগামী মরশুমে কোচ হিসেবে থাকতে চাইছেন না অরুণ। তিনি নাকি সিএবি (CAB)-কে তা জানিয়েও রেখেছেন। এই মরশুমেই শেষ হচ্ছে অরুণের চুক্তির মেয়াদ। তাই আগাম পরিকল্পনা করতেই হচ্ছে সিএবি-কে। তবে আগামী মরশুমে বাংলার কোচ হওয়ার দৌড়ে কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম সামনে আসায় বিরক্ত ও ক্ষুব্ধ কর্তারা।
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রীতিমতো বিবৃতি দিয়ে বলেছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘‘এসব ভিত্তিহীন খবর। মাঝ মরশুমে এই ধরনের গুজব দলের জন্য ক্ষতিকর, যখন বাংলা এখন ভাল ক্রিকেট খেলছে। ২০২০ সালে অরুণ লালের প্রশিক্ষণে বাংলা রঞ্জি ফাইনাল খেলেছে এবং এই মরশুমে আমরা কোয়ার্টার ফাইনালে। দল খুব ভাল খেলছে। কোচিং স্টাফ দুর্দান্ত কাজ করছে। সিএবি খুবই খুশি বর্তমান সিস্টেমে। এই অবস্থায় যে কোনও ধরনের নেতিবাচক খবর বিরূপ প্রভাব ফেলতে পারে দলে।’’