অশোক ঘোষ জীবিত থাকলে বাস্তবতা মেনে নিতেন : কুণাল

নরেনের চিঠির পাল্টা জবাব

Must read

প্রতিবেদন : কংগ্রেস ছেড়ে নতুন করে দল গঠনে সাফল্যের নিরিখে প্রথমেই রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরির প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সম্প্রতি তুলনা টেনে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। দাবি ক্ষমা চাইতে হবে। পাল্টা জবাব দিলেন কুণালও (Kunal Ghosh)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, নেতাজি দেশনায়ক। আমাদের গর্ব। আমার মতে আজাদ হিন্দ সরকারের কারণে নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া উচিত। রাজ্যসভায় আমি নেতাজি মৃত্যুরহস্যের সব ফাইল প্রকাশ্যে আনার দাবিতে সরব ছিলাম। নেতাজি বিশ্বের মানচিত্রের একজন সেরা বিপ্লবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। সর্বকালের সেরা অন্যতম বাঙালি।

আরও পড়ুন- ব্ল্যাক আইস-এ বিপত্তি সিকিমে, বন্ধ একাধিক পর্যটনকেন্দ্র

কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে সাফল্যের প্রশ্নে নেতাজি বা আমার পরমশ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায়ের থেকে অনেক এগিয়ে এবং সফল মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি দল গঠন করেছিলেন, কিন্তু তাঁর পরিচয় সেই দল হয়ে ওঠেনি। তাঁর উত্থান আর এক ভিন্ন স্রোতের নেতৃত্বে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের আশীর্বাদে রাজ্যে তৃতীয়বার সরকারে, কেন্দ্রে একাধিকবার সরকারে, সারা দেশে রাজনীতিতে ও উন্নয়নের মডেলে এই দলের প্রভাব।

ফলে নেতাজির জায়গায় নেতাজির যেমন মহাউচ্চতা ছিল, আছে, থাকবে; তেমনি কংগ্রেস থেকে বেরিয়ে একা দল গড়ে সাফল্যের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বটা স্বীকার করুন। আপনার নেতা অশোক ঘোষ জীবিত থাকলে এই বাস্তবটা মানতেন।

Latest article