বাংলার বকেয়া না দিলে আবারও দিল্লিতে মেগা ধরনা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek_Banerjee_TMC_MP)। একশো দিনের কাজ-সহ বাংলার একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে এক লক্ষ কোটি টাকারও বেশি। বাংলায় তৃণমূলের কাছে বারবার গো হারা হারার পর বিজেপি প্রতিহিংসামূলক আচরণে বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে। প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে আন্দোলন-ধরনা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বকেয়া দেয়নি। এবার সুপ্রিম কোর্টের রায়ের দিনই ফের বাংলার বকেয়া আদায়ে দিল্লির বুকে বড় রকমের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক। কারণ, বহিরাগত জমিদার বিজেপির কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস।
সোমবার মুখ পুড়ল বিজেপি সরকারের। বাংলার বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে— স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। এর পরেই কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek_Banerjee_TMC_MP) লেখেন, যেমনটা আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা। একইসঙ্গে এদিন তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তাও দেন।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে মৃত আদিবাসী যুবকের বাড়িতে সামিরুল
সোমবার ১০০ দিনের কাজ-প্রকল্প নিয়ে কেন্দ্রের আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে প্রশ্ন করে— আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, নাকি আমরা তা খারিজ করে দেব? অবশেষে আদালত মামলাটি খারিজ করে দেয়। অতএব হাইকোর্টের নির্দেশই বহাল থাকল। এর ফলে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা কেন্দ্রকে ছাড়তে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে লেখেন, আজকের রায় বহিরাগত বাংলাবিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়। দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে যারা মাথা নত করতে অস্বীকার করেছিল এটা তাদের জয়। যখন বিজেপি রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হল, তখন তারা বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। তারা বাংলার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করল, দরিদ্রদের মজুরি কেড়ে নিল এবং মা-মাটি-মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দিতে চাইল। কিন্তু বাংলা কখনওই হার মানেনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকার জন্য, প্রতিটি সৎ কর্মীর জন্য লড়াই করব।
অভিষেক লিখেছেন, আজকের রায় তাদের মুখে গণতান্ত্রিক চড়, যারা বিশ্বাস করত বাংলাকে ধমকে, জোর করে চুপ করানো সম্ভব। বিজেপির ঔদ্ধত্যের পরিণতি এখন নিশ্চিত। তারা শুধু ক্ষমতা খোঁজে। তারা বাংলা থেকে নেয়, কিন্তু বাংলার পাওনা ফেরত দিতে অস্বীকার করে। কিন্তু এখন তারা জনগণের ভোটে এবং সর্বোচ্চ আদালতে পরাজিত হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা।

