প্রতিবেদন : বাংলা ভাল থাকলে গোটা দেশ ভাল থাকবে। প্রাক্ হোলি উৎসব থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার ধনধান্য স্টেডিয়ামে পালন করা হল প্রাক্ হোলি উৎসব। সেখানে মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ মালা রায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ উপস্থিত ছিলেন অন্যরা। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সূচনা করলেন হোলি উৎসবের। রঙের উৎসবে সকলকে রঙিন হয়ে ওঠার জন্য আহ্বান জানান তিনি। তবে অবশ্যই বাংলার পরম্পরা যেহেতু শান্তি তাই রং খেলার উৎসবেও যাতে শান্তি বজায় থাকে সেই আবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আমরা কলকাতা পুরসভাকে বললাম, তোমরা অর্গানাইজ করো। সবাই আসুক। আগামী বছর এই দোল উৎসব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যেহেতু সেখানে জায়গা আরও অনেক বেশি, তাই সেখানে আরও অনেক বেশি সংখ্যক মানুষ এসে উৎসবের শামিল হতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, মৈথিলী, বিহার সম্প্রদায়ের সকলের প্রোগ্রাম রাখব আগামী বছর। আগে থেকে ব্যবস্থা করা হবে। আমাদের একটাই পরম্পরা। সবাই মিলেমিশে থাকবেন। আপনাদের মনুষ্যত্ব, মানবিকতা নিয়ে হোলি-দোল একসঙ্গে পালন করুন। আমরা চাই আপনারা শান্তিতে অনুষ্ঠান করুন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, বিরোধীরা কিছু বললে কান দেওয়ার প্রয়োজন নেই। এটা আমাদের কসমোপলিটন রাজ্য। একদিনের জন্য কেউ এসে ঝগড়া লাগিয়ে চলে যাবে। কিন্তু যখন আগুন জ্বলবে তখন সে থাকবে না। আমরা চাই না আগুন জ্বালাতে। আমরা শান্তি বজায় রাখতে চাই। বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। বাংলা ৪/৫টি দেশের গেট-ওয়ে। ভৌগোলিকভাবে বাংলার গুরুত্ব অনেক বেশি। এদিন ডান্ডিয়া নাচ করেন মুখ্যমন্ত্রী। পা মেলান পাঞ্জাবি সম্প্রদায়ের ভাঙড়া নাচের তালেও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিন জমে ওঠে ধনধান্যে প্রাক্ দোল উৎসব।
আরও পড়ুন- ঘাটালের পর মালদহ-মুর্শিদাবাদে ভাঙনরোধে মাস্টার প্ল্যান, বিধানসভায় জানালেন সেচমন্ত্রী