মণীশ কীর্তনিয়া, চণ্ডীপুর: পূর্ব মেদিনীপুর মা মাটি মানুষের। অধিকারী গড় বলে কিছু নেই। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এই বিজেপি যেদিন যাবে, কথা দিচ্ছি তার একমাসের মধ্যে ওকে জেলে ঢোকাব৷ আর যদি বিচারব্যবস্থার একাংশ নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে একমাসে ও জেলে যাবে। এই সিবিআই ওকে গ্রেফতার করবে৷ আসলে সংবিধান আছে। পাপ বাপকেও ছাড়ে না। লিখে রাখুন, এই সিবিআই ওকে গ্রেফতার করবে। অভিষেক বলেন, যেখানে যাচ্ছি এই জেলার মানুষের যা স্বতঃস্ফূর্ততা দেখছি, আবেগ-উচ্ছ্বাস দেখছি পূর্ব মেদিনীপুর তৃণমূলময় হয়ে আছে।
আরও পড়ুন-কিছুই করেনি গদ্দাররা, অভিযোগের পাহাড়
বুধবার চণ্ডীপুরের অধিবেশনে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে এই জেলার-বাংলার গদ্দারকে তোপ দেগে তিনি বলেন, মেদিনীপুরের মাটি আর আন্দোলন, লড়াই হল সমার্থক। এই ভূমি কোনওদিন বশ্যতা স্বীকার করেনি। মেদিনীপুর আর হার না-মানা সমার্থক। মেদিনীপুর আর চাটুকারিতা, ক্রীতদাস, তল্পিবাহক সমার্থক নয়৷ এই মাটির এক ছেলে ইডি- সিবিআইয়ের কাছে পিঠ বাঁচাতে নিজের মেরুদণ্ড বিক্রি করেছে দিল্লির কাছে৷ এই একটি ছেলের জন্য, একটি পরিবারের জন্য বিশ্বের কাছে অপমানিত হয়েছে এই জেলা-বাংলা। পূর্ব মেদিনীপুরে আমরা ৯টি আসন পেয়েছি, ৭টি আসন বিজেপি পেয়েছে। এই জেলা তৃণমূলময় হয়ে আছে৷ শুধু আপনারা লড়াই করুন। অনেক চেষ্টা করছে ইডি, সিবিআই দিয়ে সমস্যা করতে৷ কিন্তু এই মাটির সম্মানের জন্য লড়ুন। তখনই স্লোগান ওঠে, গদ্দার হটাও মেদিনীপুর বাঁচাও।
আরও পড়ুন-বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অভিষেক বলেন, খালি হটাও বললে হবে না। হটাতেই হবে৷ এই বিজেপি যেদিন যাবে, কথা দিচ্ছি, তার একমাসের মধ্যে ওকে জেলে ঢোকাব৷ আর যদি বিচারব্যবস্থার একাংশ নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে একমাসে ও জেলে যাবে। এই সিবিআই ওকে গ্রেফতার করবে৷ কাল এই ক্যাম্প থেকে ২০ কিমি পায়ে হেঁটে নন্দীগ্রাম যাব৷ এই গদ্দার অধিকারী পারবে। খালি বড় বড় কথা৷ রাস্তায় নামো, দেখি কত তোমার ক্ষমতা। সব হিসাব হবে, কড়ায় গন্ডায় হবে৷ ও সিআরপিএফ নিয়েই না হয় কুড়ি কিলোমিটার করুক। ও আসলে পারবে না৷ হিম্মত নেই মুখেই বড় বড় কথা। আসলে সংবিধান আছে। পাপ বাপকেও ছাড়ে না। লিখে রাখুন, এই সিবিআই ওকে গ্রেফতার করবে। এদিন অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…