বিজেপিকে হারাতে না পারলে দেশ বাঁচবে না, মানুষও : ঋতব্রত

বৃহস্পতিবার বনগাঁয় আইএনটিটিইউসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বললেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, বনগাঁ : পাঁচ বছর চুপ থাকার পর আবার ভোট আসতেই সিএএ, এনআরসি নিয়ে নাড়াচাড়া শুরু করেছে বিজেপি। এটা আসলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির কৌশল। বৃহস্পতিবার বনগাঁয় আইএনটিটিইউসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বললেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-পাকিস্তানে খু.ন একই পরিবারের ১১ জন, কারণ নিয়ে ধোঁয়াশা

বলেন, মানুষকে ভয় দেখিয়ে ধর্মের তাস খেলে রাজনীতি করছে বিজেপি। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে যাদের কোনও আবদান নেই, যারা ব্রিটিশদের তোষামোদ করে গিয়েছে, তারা কখনওই নাগরিকত্বের ধারক-বাহক হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের বিজেপিকে সরাতে হবে। বিজেপিকে পরাস্ত করতে না পারলে দেশ বাঁচবে না, দেশের মানুষও বাঁচবে না, শ্রমিকরাও বাঁচবে না। এদিন বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির পক্ষ থেকে প্রায় ১৬ হাজার মানুষের হাতে দেওয়া হয় শীতবস্ত্র। এছাড়াও ক্যানসারে আক্রান্ত এক মিনি ট্রাকচালকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়। ছিলেন বিশ্বজিৎ দাস, শ্যামল রায়, গোপাল শেঠ, নারায়ণ ঘোষ, সমীর ঘোষচৌধুরী প্রমুখ।

Latest article