প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি এবার সোশ্যাল মিডিয়ায়। শ্যাম চৌহান নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে। ইনস্টাগ্রামের প্রোফাইল নেম কীর্তি সোশ্যাল। লেখা হয়েছে, ইন্দিরা গান্ধীর যে পরিণতি হয়েছিল, সেইরকম পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও করতে হবে। মারাত্মক এই পোস্টের পর শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের উসকানিমূলক পোস্টের পর স্বাভাবিকভাবেই তোলপাড় প্রসাশনিক স্তরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঝাঁপিয়ে পড়েছে সাইবার সেলও। আরজি কর-কাণ্ড নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। প্রথম দিন থেকেই দোষীদের ফাঁসির দাবিতে সরব তিনি। মৃতার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখাও করে এসেছেন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিএআই-এর হাতে। ফাঁসির দাবিতে পথেও নেমেছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এভাবে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ও উসকানি দেওয়ায় হতভম্ব সকলে। এও সম্ভব! শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এতটা নিচে নামতে হচ্ছে! বিকেলে এই পোস্ট সামনে আসার পর তোলপাড় শুরু হওয়ার কিছু পরে অ্যাকাউন্ট থেকে তা সরিয়ে ফেলা হয়। কিন্তু পুলিশ এই বিষয়টিকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না।
আরও পড়ুন-দুই পর্বতারোহীর সাফল্য
আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই শহরের, রাজ্যের আবেগকে সামনে রেখে কৌশলে রাজনীতি করে চলেছে সিপিএম। তাতে দোসর বিজেপিও। ক্রমাগত নানা উসকানি দিয়ে বাংলাকে অশান্ত করে তুলতে চাইছে তারা। সম্প্রতি বাংলাদেশে যে ছবি দেখা গিয়েছে, এখানেও সেরকম একটা পরিস্থিতি তৈরির গভীর চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী নিজেও এ-কথা উল্লেখ করে কার্যত চ্যালেঞ্জ করেছেন, তাঁকে সরাতে হলে নির্বাচনে জিতে আসতে হবে! কিন্তু সবকিছুই এদিন ছাপিয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি-পোস্ট সামনে আসার পরই।