মুম্বই, ২১ এপ্রিল : শ্রীলঙ্কা কি এশিয়া কাপের আয়োজক-স্বত্ব হারাতে চলেছে? সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। অর্থনৈতিক মন্দার পরিস্থিতেতে উত্তপ্ত প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। এই অবস্থায় শ্রীলঙ্কায় এশিয়া কাপের মতো উপমহাদেশের অন্যতম সেরা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে এশিয়া কাপ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যেতে পারে।
আরও পড়ুন-বিডিওকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি, গ্রেফতার বিজেপি নেতা
শেষবার ২০১৮ সালেও এশিয়া কাপের আসর বসেছিল আমিরশাহিতে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল ফাইনালের সময়ই নেওয়া হবে। শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রেখেছ বিসিসিআই এবং এসিসি। শ্রীলঙ্কার পরিস্থিতিতে বিসিসিআই যে উদ্বিগ্ন সেটা নিশ্চিত করেছে দ্বীপরাষ্ট্রের বোর্ড। লঙ্কা ক্রিকেট কর্তারা চিন্তিত এটা ভেবেও যে, এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়বে সে দেশের বোর্ড। প্রায় ৬ মিলিয়ন ডলার ক্ষতি হবে শ্রীলঙ্কা বোর্ডের। তবে লঙ্কা বোর্ডের কর্তারা এখনও আশা করছেন, পরিস্থিতি আরও একটু নিয়ন্ত্রণে আসবে এবং টুর্নামেন্ট হবে। কয়েকদিন আগেই এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ জানিয়েছেন, আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা মুম্বইয়ে উপস্থিত থাকবেন। সেদিনই এশিয়া কাপের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।