জঞ্জালে জরিমানা পাঁচ হাজার হচ্ছে

Must read

প্রতিবেদন : রাস্তায় যত্রতত্র জঞ্জাল ছুঁড়ে ফেললে জরিমানা ৫০ টাকা থেকে বেড়ে হবে ৫ হাজার টাকা। শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipality) মাসিক অধিবেশনে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। তাই এই জরিমানা আরও বাড়ানো হচ্ছে। মেয়র (Mayor Firhad Hakim) আরও জানিয়েছেন, কলকাতা পুর এলাকায় এক থেকে একশো ওয়ার্ডে ফেরুল সাফ করার জন্য পুরসভা কোনও টাকা নেয় না। কিন্তু বাকি ৪৪টা ওয়ার্ডে পুরসভাকে চার্জ দিতে হয়। এই পৃথক আইনকেও তুলে দেওয়া হবে। অর্থাৎ পুরসভায় একটাই নিয়ম থাকবে। এদিন পুর অধিবেশনে মেয়র বলেন, অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে ফ্ল্যাট বাড়ি থেকে রাস্তায় জঞ্জাল ছুঁড়ে ফেলা। কিন্তু এসব চলতে পারে না। এছাড়া অনেকে গৃহপালিত পশুও মৃত্যুর পরে রাস্তায় ফেলে দেয়। এরফলে নারকীয় পরিস্থিত তৈরি হয়। পোষ্যর মৃত্যুর পর তাদের দেহ ফেলার ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করতে হবে। এদিন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং অসুস্থ হয়ে পড়েন অধিবেশন কক্ষে। তাঁর চিকিৎসা করেন ডাঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। আপাতত তিনি সুস্থ।

আরও পড়ুন:বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রাপক বেড়েছে ৩০ গুণ 

Latest article