প্রতিবেদন : পঞ্চায়েতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প নিয়ে কোনও অনিয়মের অভিযোগ পেলেই সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকারের। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন জেলাশাসকদের চিঠি দিয়ে স্ট্যান্ডার্ড অফ অপারেশন প্রসিডিওর বা এসওপি পাঠিয়েছেন।
আরও পড়ুন-সংবাদমাধ্যমে সাক্ষাৎকার নিয়ে আইন ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক
ইতিমধ্যে পঞ্চায়েতের অভিযোগ জানানোর পোর্টাল (www.prdgrievance.in) তৈরি হয়েছে। বিগত পাঁচ মাস ধরে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে রাজ্যের বরাদ্দ আটকে রাখা হয়েছে। একইসঙ্গে সরকারও কোনও বেনিয়ম বরদাস্ত করতে নারাজ। এই কারণে ১১ দফা এসওপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষ অভিযোগ করলেই দ্রুত সমাধান করতে হবে। গরমশির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযোগকারীকে এসএমএস করতে হবে এবং পোর্টালে তা তুলতে হবে। ইতিমধ্যে নোডাল অফিসার ঠিক করা হয়েছে অভিযোগ দেখার জন্য। হচ্ছে মনিটরিংও। এসপি, বিডিও-সহ সরকারি আধিকারিকদের নজরদারি চালাতে হবে। প্রবীন, মহিলা ও প্রতিবন্ধীদের অভিযোগকে অগ্রাধিকার দিতে হবে।