সংবাদদাতা, মেদিনীপুর : দুর্গাপুজোর আগে মেদিনীপুর শহরে যানজট এড়াতে কঠোর পদক্ষেপ করল পুরসভা। গত কয়েক বছরে তৈরি একাধিক শপিং মল, হোটেল, রেস্তোরাঁয় ভিড় করছে মানুষ। কিন্তু বেশিরভাগেরই পার্কিং (parking) জোন না থাকায় জানজট বাড়ছে। এবার মেদিনীপুর শহরের শপিংমল, হোটেল, নার্সিংহোমগুলিকে নিজস্ব পার্কিং জোন না থাকলে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা।
আরও পড়ুন-সবুজ এশিয়াড, কোপ আতশবাজিতে
নিজস্ব পার্কিং জোন গড়ে তোলার নোটিশ পাঠানো হচ্ছে পুরসভার তরফে। পুরপ্রধান সৌমেন খান জানান, ‘সোমবার থেকে মেদিনীপুর শহরের রাস্তার পাশে থাকা বিভিন্ন শপিংমল, মার্কেট কমপ্লেক্স, হোটেল, রেস্টুরেন্ট, নার্সিংহোমগুলোকে নিজস্ব পার্কিং গড়ে তুলতে হবে। না হলে লাইসেন্স বাতিল করব। পার্কিং জোন দেখিয়েই লাইসেন্স নিয়েছিলেন ওঁরা। ক্রেতাদের বাইক, চার চাকা গাড়ি রাস্তার উপর রাখা চলবে না।’