উপভোগ না করলে ওরা নিজেরাই সরে যাবে : শাস্ত্রী

Must read

মুম্বই, ১৬ অক্টোবর : সাত মাস পর ভারতীয় দলের জার্সিতে আবার খেলতে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজে নামার আগে তাঁরা আর কতদিন খেলবেন এটা নিয়েও চর্চা শুরু হয়েছে। তাঁরা কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? বিরাট ও রোহিত একসঙ্গে কখনও ৫০ ওভারের বিশ্বকাপ জেতেননি। ২০১১ বিশ্বকাপে বিরাট ভারতীয় দলে থাকলেও তখন সুযোগ পাননি রোহিত।
এই আবহে দুই মহাতারকার অবসর নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি অবশ্য এই ইস্যুতে এখনই চূড়ান্ত কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন সবটাই নির্ভর করছে ফর্ম ও মোটিভেশনের উপর। তিনি এক্ষেত্রে ফিটনেসের কথাও টেনে এনেছেন। ফক্স নিউজকে শাস্ত্রী বলেছেন, বিরাট হল মাস্টার চেজার। আর রোহিত টপ অর্ডারে ঝড় তুলে দেয়। ওরা অবশ্য এখন অনুভব করতে পারছে যে অনেক ক্রিকেট খেলে ফেলেছে। ওদের নিয়ে এখন দেখতে হবে তুমি এখনও কতটা ফিট। রানের খিদে এখনও তোমার মধ্যে আছে কিনা। এখনও তুমি এই খেলাটার জন্য আবেগ অনুভব কর কিনা।
বার্বাডোজে টি ২০ বিশ্বকাপ জেতার পর রোহিত ও বিরাট টি ২০ ক্রিকেট থেকে অবসর নেন। এরপর গত ইংল্যান্ড সফরের আগে দুজনে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, টি ২০ বিশ্বকাপ জেতার পর ওরা কীভাবে এই ফর্ম্যাট থেকে সরে গেল সেটা আপনারা দেখেছেন। জাদেজা, বিরাট ও রোহিত একসঙ্গে চলে গেল। ওদের কেউ অবসর নিতে বলেনি। কিন্তু ওরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় একদিনের ক্রিকেটের ক্ষেত্রেও এমনই হবে। যদি ওদের ফর্ম ভাল না থাকে, যদি খেলাটাকে আর উপভোগ করতে না পারে তাহলে মনে হয় নিজেরাই সরে যাবে

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গতদের ত্রাণ বিলি করলেন গৌতমরা

Latest article