ওদের ই স্কয়ার থাকলে আমাদের সঙ্গে আছে এম কিউব : অভিষেক

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। সোমবার ডায়মন্ড হারবারে এক অনুষ্ঠানে ফের এজেন্সিকে তীব্র আক্রমণ করলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, বিজেপির হাতে যদি দুটো ই থাকে আমাদের হাতে তিনটে এম আছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে প্রশ্নে তিনি (Abhishek Banerjee) বলেন, এটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে কোনও কথা বলব না। আমি তো ইডি বা সিবিআইতে চাকরি করি না, আমি বিচারপতিও নয়, যে এই নিয়ে কথা বলব। যদি কারও তদন্ত পছন্দ না হয়, সেক্ষেত্রে হাইকোর্টে আপিল করতে পারে। তবে ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে যত কম বলা যায় তত ভাল। এরা গত ১০ বছর ধরে যে তদন্ত করছে তাতে কি একবারও দশ পয়সা ফেরত দিয়েছে। আমাদের সরকার সারদাকর্তাকে গ্রেফতার করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বিজেপিতে যারা চলে যায়, তারা সব ধোয়া তুলসীপাতা। যারা বিরোধী দলে থাকে তাদের পিছনে এজেন্সি লেলিয়ে দাও। এছাড়া বিজেপির হাতে আছে আর কী? ওদের কাছে আছে দুটো ই। একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর আমাদের আছে মা-মাটি-মানুষ। ই স্কয়ার বনাম এম কিউব। ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাক

আরও পড়ুন-উত্তরভারত ছেড়ে উত্তরবঙ্গই পুজো-ভ্রমণের হট ফেভারিট

Latest article