ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ, হুমকি

ফের একই কথা বলল রাশিয়া।

Must read

প্রতিবেদন : ফের একই কথা বলল রাশিয়া। সে দেশের নিরাপত্তা পরিষদের এক আধিকারিক সাফ জানালেন, আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটে কিয়েভ যোগ দিলে চলতি যুদ্ধ আর শুধুমাত্র রাশিয়া-ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। ন্যাটোর সদস্য হতে গেলে কমপক্ষে ৩০টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন। সেই সমর্থন না মিললে ন্যাটোর অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন।

আরও পড়ুন-প্রতিশ্রুতির বহর!

৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা দখলের কথা ঘোষণা করেন। তারপরই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানান। তার প্রেক্ষিতেই ইউক্রেনের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল রাশিয়া। ইউক্রেনের চারটি অঞ্চল দখল করার পরে মস্কোর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। রাশিয়ার বিরুদ্ধে আনা ওই প্রস্তাবে যথারীতি ভোটদানে বিরত থাকে ভারত। ওই প্রস্তাবের পক্ষে ১৪৩টি দেশ ভোট দেয়। বিপক্ষে মত দেয় পাঁচটি দেশ। ভারত-সহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। অন্যদিকে এ প্রসঙ্গে নিরাপত্তা পরিষদে রাশিয়ার ডেপুটি সেক্রেটারি বলেন, কিয়েভের আচরণ তৃতীয় বিশ্বযুদ্ধের পথকেই সুগম করছে। ইউক্রেনের ন্যাটোর সদস্য পদের আবেদনটি শুধুমাত্র প্রচার পাওয়ার চেষ্টা। ইউক্রেনের এই পদক্ষেপ আত্মঘাতী৷

Latest article