আইপ্যাকের (IPAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদে আগামিকাল শুক্রবার রাস্তায় নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরা মোড়ে। মুখ্যমন্ত্রী এই মর্মে জানান, ইডির এই অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকেই রাজ্যের ব্লকে ব্লকে মিছিল করছে তৃণমূল কংগ্রেস। যেভাবে ইডিকে দিয়ে বিজেপি ডাকাতি করেছে, তার প্রতিবাদেই আজ বিকেলে থেকেই আমাদের কর্মীরা পথে নামবেন।
আরও পড়ুন-”প্রত্যুত্তর জনগণ দেবে”, আইপ্যাক অফিস থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
আইপ্যাকের অফিসে তল্লাশির নামে ইডিকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি ‘চুরি’ করেছে, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়ে তিনি দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরী করে দিয়েছেন। বলেন, ”তৃণমূলের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে। ভোটের আগে মনে পড়ে ভোট বন্দি নোট বন্দি। জেন্সি সারাক্ষণ খালি হামলা করবে। করছে লুট, বলছে ঝুট। এর বিরুদ্ধে আগামীকাল দুটোর সময় যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের সামনে জমায়েত হবে। ওখান থেকে মিছিল হবে। রুট নগরপালকে বলে পারমিশন নেওয়া হয়ে গিয়েছে। যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ার শাহ রোড হয়ে টালিগঞ্জ গড়িয়াহাট হয়ে রাসবিহারী হয়ে মিছিল হাজরাতে শেষ হবে। আমি শেষে থাকব।” সাফ জানিয়ে দেন, ”ভোটের আগে সব চুরি করে নিয়ে পালিয়েছে। বাড়িতে চুরি করতে এলে আমি আটকাব না?আঘাত করলে প্রত্যাঘাত হবে।”

