চা-বাগান শ্রমিকদের জন্য যুগান্তকারী প্রকল্প মুখ্যমন্ত্রীর, দুর্ঘটনায় মৃত্যু হলে মিলবে ২ লক্ষ টাকা

Must read

প্রতিবেদন : চা-শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর উদ্যোগে শ্রমিক উন্নয়নে হয়েছে একের পর এক প্রকল্প। অসংগঠিত শ্রমিকদের ইতিমধ্যে আনা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিএমএসএসওয়াই। এই প্রকল্পের ফলে বিশেষভাবে উপকৃত হবেন চা-শ্রমিকেরা। এই যুগান্তকারী প্রকল্পে রয়েছে, দুর্ঘটনার কারণে যদি কোনও শ্রমিকের মৃত্যু হয় তাহলে তাঁর পরিবার পাবে ২ লক্ষ টাকা। পাশাপাশি স্বাভাবিক মৃত্যু হলে পরিবার পাবে ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও অসুস্থতা বা দুর্ঘটনার কারণে অক্ষম শ্রমিকদের ক্ষতিপূরণও দেবে এই প্রকল্প। ইতিমধ্যেই তালিকাভুক্ত শুরু হয়েছে আলিপুরদুয়ারে। ৬১টি চা-বাগানে চলছে কাজ। প্রসঙ্গত, রাজ্য সরকার ঠিকে চা-শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে পিএফ প্রদানের নথিভুক্তিকরণের কাজ শুরু করে দিয়েছে। শিবির করে চা-শ্রমিকদের তথ্য নেওয়ার কাজ চলছে। ওই স্কিমে বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে বছরে ৬৬০ টাকা জমা হবে। ৬০ বছর বয়সের পর নন ওয়ার্কার শ্রমিকরা সুদ সমেত ২ লক্ষ ৭২ হাজার টাকা পাবেন।

আরও পড়ুন- শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ!

এছাড়াও কর্মরত অবস্থায় কোনও নন ওয়ার্কারের মৃত্যু হলে সেই পরিবার ৫০ হাজার টাকা বিমাও পাবেন। বাম আমলে চা-বাগানের দিকে ঘুরেও তাকায়নি তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে একের পর এক উন্নয়ন হয়েছে চা-বলয়ে। চা-শ্রমিকদের জন্য চা-সুন্দরী প্রকল্প উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও শ্রমিক উন্নয়নে চলছে একের পর এক প্রকল্পের কাজ। রাজ্যের উদ্যোগে চা-শ্রমিকদের ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির হওয়া চা-বলয়ে।

Latest article