সংবাদদাতা, বাঁকুড়া : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে নিজের ওয়ার্ডে দলকে জেতাতে না পারলে আগামী পুরভোটে টিকিট মিলবে না দলের কাউন্সিলরদের। বাঁকুড়া শহর তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই ভাষায় স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সদর-সহ জেলার ১২টি বিধানসভার ৮টিতেই হার হয় দলের।
আরও পড়ুন-রাজবাড়ির ২৫০ বছরের প্রাচীন কালীমন্দিরে ভোগের রীতি অটুট
লোকসভা ভোটে বাঁকুড়ায় জয় পেলেওপুর এলাকায় ২৪টি ওয়ার্ডের ২২টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। স্বাভাবিকভাবে তখন থেকেই বাঁকুড়া শহরে দলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে শহরের মানুষের মন ফেরানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলরদের। বাঁকুড়ার বিজয়ামঞ্চ থেকে সে প্রসঙ্গেই কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দেন সাংসদ। তাঁর দাবি, যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারবেন না, তিনি আগামী পুরভোটে দলের টিকিট পাবেন না। সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, আজই ঠিক করুন ভোট করবেন কি না। দয়া করে ভিড় বাড়াতে আসবেন না। দলের কাজটা আগে করতে হবে। শুধু কাউন্সিলরদের উদ্দেশেই নয়, দলের নেতাদের একাংশকেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয় মঞ্চ থেকে। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় দলের নেতাদের একাংশকে উদ্দেশ করে স্পষ্টত বলেন, দলের কেউ কেউ এ ওর কানে দলের নেতাদের বিরুদ্ধেই কান ভাঙানি দেন। দয়া করে এগুলো বন্ধ করুন। সামনেই বিধানসভা নির্বাচন। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…