বঙ্গ

”আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব” সাফ জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের (North Dinajpur) গোয়ালপোখরে সাজ্জাক আলম নামে এক আসামিকে আদালত থেকে জেলে ফেরত নিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই আসামি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশের হাতে হাঁসুয়ার কোপ বসিয়ে দিয়ে পলাতক আরেক দুষ্কৃতী। স্বাভাবিকভাবেই পুলিশের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করা হলে পুলিশও যে ছেড়ে কথা বলবে না, সেটা স্পষ্ট করে দিলেন ডিজি। রাজীব কুমার এদিন বলেছেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

আরও পড়ুন-দেশবিরোধী’ মন্তব্য প্রত্যাহার করুন ভাগবত: সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় আহত দুই পুলিশ কর্মী শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন। সেই আহত দুই পুলিশ কর্মীর খবর নিতে বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার সেখানে উপস্থিত হন। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসে। সেখানে উত্তরবঙ্গের আইজি, উত্তরবঙ্গের ডিআইজিরা, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে প্রায় ঘন্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি ৷ বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্য ট্রেনিংপ্রাপ্ত। দুজন পুলিশকর্মীর উপর যে হামলা হয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওয়ান্টেড হিসেবে তাদের ছবি প্রকাশ করা হয়। একজনের নাম সাজ্জাক আলম। যে মূল অভিযুক্ত। অপরজন আব্দুল হোসেন। সাজ্জাককে সহযোগিতা করেছে বলে অভিযোগ আব্দুলের বিরুদ্ধে। তাদের সন্ধান দিতে পারলে ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সন্ধান পেলে যোগাযোগ করার জন্য দুটো ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বর গুলি হল : ৯১৪৭৮-৮৯১০৪ ও ৯১৪৭৮-৮৯১০৫। সন্ধানদাতার নাম ও পরিচয় গোপন রাখবে পুলিশ। পাঞ্জিপাড়ায় গুলি-কাণ্ডে পলাতক বন্দির খোঁজে নামানো হয় ডগস্কোয়াড। বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্ত। এরপরই নিয়ে আসা হয় পুলিশ কুকুর। গোটা এলাকা পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago