প্রতিবেদন : বাংলা ভাষায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে বিজেপিশাসিত রাজ্যগুলি। ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের প্রতি চলছে অমানবিক আচরণ। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বিজেপি-রাজ্যগুলিকে তুলোধোনা করলেন।
মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় এসে নির্বিঘ্নে কাজ করেন। তাঁরা তো রীতিমতো বাংলার বাসিন্দা হয়ে গিয়েছেন। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ চলছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা ও চক্রান্ত করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
আরও পড়ুন-যোগীরাজ্যে ডায়ালিসিস চলাকালীন হাসপাতালে বিদ্যুৎবিভ্রাটের জেরে মৃত রোগী
মুখ্যমন্ত্রী এদিন বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে তোপ দাগেন। বিধানসভায় সরব হয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, লজ্জা করে না! আমার তো লজ্জিত মনে হয়। বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলার শ্রমিকদের। তাঁদের আধার কার্ড, পরিচয়পত্র, প্যান কার্ড সব কিছু থাকা সত্ত্বেও ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে অত্যাচার চলছে। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন, বাংলায় কথা বলা কি অপরাধ? আপনাদের লজ্জা হওয়া উচিত। বাংলাভাষায় কথা বললে সবাইকে আপনারা বাংলাদেশি বলে ভাবছেন। আপনাদের ধিক!