সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : অবিশ্বাস্য অফার। ইতালির ক্যালবরিয়া প্রশাসন জানিয়েছে, সেই অঞ্চলে বাইরে থেকে এসে কেউ থাকতে চাইলে টাকা দিতে তো হবেই না, উলটে যিনি সেখানে থাকতে চাইবেন তিনি ২৪ লক্ষ ৬২ হাজার টাকা পুরস্কার হিসাবে পাবেন। কিন্তু কেন এমন ঘোষণা? জানা গিয়েছে, ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বেশ কিছু শহর এবং গ্রামে জনসংখ্যা দ্রুত গতিতে কমছে। স্থায়ী বাসিন্দা যাঁরা ছিলেন এতদিন, তাঁরা অন্যত্র চলে যাচ্ছেন। পাশাপাশি ক্যালবরিয়াতে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম। তাই সেখানে নতুন প্রজন্মের মানুষের সংখ্যা দ্রুত কমছে। অন্যদিকে, প্রবীণ মানুষের সংখ্যা ঊর্ধ্বমুখী। জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ায় ওই অঞ্চলের প্রশাসনের সিদ্ধান্ত, মূলত আলবিদোনা, সিভিতা, সান্তা সেভেরিনা, বোভারোর মতো গ্রাম ও মফস্বলগুলিতে নতুন জনসংখ্যা গড়ে তোলা হবে। আর সেজন্যই এই ধরনের বিশেষ আকর্ষণীয় প্রকল্পের ঘোষণা।
আরও পড়ুন-সরফারোশি কি তমান্না, গুরুদ্বারে ঘরের মেয়ে
প্রশাসনের সিদ্ধান্ত, কেউ যদি ওই অঞ্চলে গিয়ে স্থায়ীভাবে থাকতে চান তাহলে স্থানীয় প্রশাসন তিন বছরের মধ্যে ওই ব্যক্তিকে ৩৩ হাজার মার্কিন ডলার উপহারস্বরূপ দেবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ ৬২ হাজার টাকা। তবে কিছু শর্তও আছে। প্রথমে ওই অঞ্চলে গিয়ে বসবাস করার পাশাপাশি দোকান, ক্যাফে, বার বা অন্য কোনও স্থায়ী ব্যবসা আপনাকে করতে হবে। যার মাধ্যমে স্থানীয় প্রশাসন বোঝে যে আপনি ওই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা নিয়ে এসেছেন। এতে স্থানীয় প্রশাসন বুঝবে যে আপনি ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে চাইছেন। এই প্রকল্প বাস্তবায়িত করতে নবীন প্রজন্মের তরুণ-তরুণীদের আবেদনে অগ্রাধিকার দিচ্ছে ক্যালবরিয়ার স্থানীয় প্রশাসন। তবে অনুমতি পাওয়ার তিন মাসের মধ্যেই আপনাকে ওখানে গিয়ে স্থায়ীভাবে থাকা শুরু করতে হবে। ভেবে দেখুন, ইতালির মতো সুন্দর দেশে এমন থাকার সুবর্ণ সুযোগ…।