মাদুলি নিলেই ভ্যানিশ করোনা ! খোঁজ মিলল ‘মাদুলিবাবা’ র

Must read

সমগ্র বিশ্ব যখন করোনার (Corona) সংক্রমণ রুখতে ভ্যাকসিনেশন, মাস্ক পরা, দূরত্ববিধি মানার ওপর জোর দিচ্ছে তখন এধরণের সাইনবোর্ড দিয়ে চলছে মাদুলি বিক্রি। ইনি হলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটার বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের। মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে করোনা আবহে মাদুলি বিক্রির ব্যবসা ফেঁদে বসেছেন। রীতিমত সাইনবোর্ড করে চলছে তার এই মাদুলির ব্যবসা।

মাদুলি বিক্রেতা সৈয়দ আব্দুর কাদের এর মতে, ওনার মাদুলি তেই এই করোনা সমস্যা থেকে মুক্তি সম্ভব। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে এসেছেন বহু মানুষ এই মাদুলি নিতে। তাঁরা সকলেই নাকি সুস্থ আছেন। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের।

আরও পড়ুন – এক কোটি টাকার লটারি জয় অনুব্রত র, কি করবেন তিনি এই টাকা ? 

পূর্ব মেদিনীপুরের বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি সুব্রত মাইতি বলেন, “করোনা (Corona) একটি জীবানুবাহিত রোগ। মাস্ক পরা, একটানা চিকিৎসা, ভ্যাকসিন নেওয়ার মতো গাইডলাইন মেনে চললেই এই রোগ নিরাময় সম্ভব। তবে মাদুলি বা তুকতাক দিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই অসম্ভব। মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এমন কারবার চালাচ্ছে। প্রশাসনের উচিত এখনই এই কারবার বন্ধ করা। অন্যথায় বহু মানুষ এই প্রতারণার শিকার হয়ে যাবেন।”

Latest article