প্রতিবেদন : মোহনবাগানের (Mohun Bagan) স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনে এসে নাম না করে আইএফএ ও সিএবি-কে তোপ দাগেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas- IFA)। সন্তোষ ট্রফি এবং রঞ্জি ফাইনালে বাংলার শোচনীয় ব্যর্থতা নিয়ে স্থানীয় ফুটবল ও ক্রিকেট প্রশাসকদের ধিক্কার জানিয়ে দল নির্বাচনে কোটা সিস্টেম নিয়ে সরব হন মন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে খোলা চিঠি পাঠাল আইএফএ। সচিব অনির্বাণ দত্ত চিঠিতে বিস্তারিতভাবে লিখেছেন, কীভাবে স্বচ্ছতার সঙ্গে সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ ও ফুটবলার নির্বাচন হয়েছে। ক্রীড়ামন্ত্রীর অভিযোগ ছিল, গতবার সন্তোষে বাংলাকে ফাইনালে তোলা কোচ রঞ্জন ভট্টাচার্যকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রীকে আইএফএ (Aroop Biswas- IFA) সচিব লিখেছেন, ‘‘গতবার সন্তোষে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যকে আমরা প্রস্তাব দিয়েছিলাম জাতীয় গেমসের জন্য। কিন্তু তিনি এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করছিলেন বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জাতীয় গেমসে চ্যাম্পিয়ন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের উপরই আস্থা রাখে আইএফএ-র কোচেস কমিটি। কোচই ট্রায়ালে যোগ্য খেলোয়াড়দের নির্বাচন করেন। বিভিন্ন ক্লাব ট্রায়ালে ফুটবলার পাঠিয়েছিল। তাদের সবাইকে দেখেই সেরা খেলোয়াড়কে বেছে নিয়েছেন কোচ।’’
আরও পড়ুন: রাজধানী পেল প্রথম মহিলা মহানাগরিক