কর্মবিরতি উপেক্ষা করে শিবিরে কাজ করলেন সরকারি কর্মীরা

১ এপ্রিল থেকে সংখ্যাটা প্রায় ৫ লক্ষ ২০ হাজারে পৌঁছেছে। সংগ্রামী মঞ্চের কর্মবিরতি দুয়ারে সরকার শিবিরে কোনও প্রভাবই ফেলতে পারেনি

Must read

সংবাদদাতা, বহরমপুর : ডিএ নিয়ে কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চ। আর এদিনই মুর্শিদাবাদে দুয়ারে সরকার শিবিরে রেকর্ড পরিমাণে প্রায় ১ লক্ষ ১৫ হাজার আবেদন জমা পড়ে। ১ এপ্রিল থেকে সংখ্যাটা প্রায় ৫ লক্ষ ২০ হাজারে পৌঁছেছে। সংগ্রামী মঞ্চের কর্মবিরতি দুয়ারে সরকার শিবিরে কোনও প্রভাবই ফেলতে পারেনি। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের শিবিরগুলিতে আবেদনকারীরা আসার আগেই সরকারি কর্মীরা কাজে পৌঁছে যান।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘার নয়া আকর্ষণ হবে স্বরবর্ণ কাফে

বিভিন্ন প্রকল্পের কাজের তদারকি করেন তাঁরা। বহরমপুর পুরসভার ২৩ নং ওয়ার্ডে মিউনিসিপ্যাল স্কুলে বসেছিল শিবির। সেখানে উপস্থিত পুরকর্মী ঝর্না চক্রবর্তী বলেন, ‘আন্দোলন নয়, মানুষের পরিষেবা দেওয়াটাই আসল কাজ। সেই কারণেই কর্মবিরতিতে অংশ নিইনি।’ তাপস চন্দ্র নামে আরেক পুরকর্মী বলেন, ‘সাধারণ মানুষ অনেক সমস্যা নিয়ে শিবিরে এসে ফিরে যাবেন এটা হয় না। সরকারি কর্মীদেরও কিছু দায়দায়িত্ব থেকেই যায়। সেকারণেই শিবিরে কাজ করেছি।’ বহরমপুরের হাজি আব্দুল খালেক, মহম্মদ নুরুদ্দিন শেখ-সহ অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে পেরে ধন্যবাদ জানান কর্মরত সরকারি কর্মীদের। জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘জেলার সমস্ত শিবিরে ১০০ শতাংশ সরকারি কর্মী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ এর ফলে সমস্যায় আর পড়েননি। প্রায় ১ লক্ষ ১৫ হাজার আবেদন জমা পড়ে শিবিরগুলিতে।’

Latest article