প্রতিবেদন : তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রশ্নে রীতিমতো বিব্রত মোদি সরকার। দেব সংসদে লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশে ইউপিএসসি পরীক্ষার জন্য কেন্দ্র অনুমোদিত কোচিং সেন্টারের সংখ্যা কত? জানতে চেয়েছিলেন এই পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচালিত কোচিং সেন্টারের বিবরণ। অননুমোদিত কোচিং সেন্টারের বিরুদ্ধে সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তার রাজ্যভিত্তিক, বছরভিত্তিক পরিসংখ্যান দাবি করেছিলেন তৃণমূল সাংসদ। এর কোনও সুস্পষ্ট উত্তর দিতে পারেননি শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন-পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি
তবে সোমবার কেন্দ্র মেনে নিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা এই কোচিং সেন্টারগুলির অধিকাংশই বাণিজ্যিক প্রতিষ্ঠান, যাদের সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের আইন অনুযায়ী নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গত ১৬ জানুয়ারি, ২০২৪-এ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কোচিং সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করেছে।